Coronavirus: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধানের স্ত্রীর
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের (Kolkata Police) প্রাক্তন গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষের (Pallabkanti Ghosh) স্ত্রীর। হাওডার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। করোনা আক্রান্ত পল্লবকান্তি ঘোষও। তাঁকে বাড়িতেই রাখা হয়েছে।
কলকাতা, ১৯ জুলাই: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের (Kolkata Police) প্রাক্তন গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষের (Pallabkanti Ghosh) স্ত্রীর। হাওডার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। করোনা আক্রান্ত পল্লবকান্তি ঘোষও। তাঁকে বাড়িতেই রাখা হয়েছে।
সূত্রের খবর, বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন গোয়েন্দা কর্তা স্ত্রী। জ্বর হয়েছিল তাঁর। আকাঙ্খা মোড়ে নিজের বাড়িতেই আইসোলেশনে থাকতে শুরু করেন। পরে তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সেখানেই তাঁর মৃ্ত্যু হয়। আরও পড়ুন: Coronavirus In West Bengal: ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ হাজার ১৯৮ জন, মৃত্যু ২৭ জনের
কলকাতায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলা ল্যাব কর্মীর। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের গড়িয়া শাখায় কর্মরত ছিলেন তিনি। অন্যদিকে, শুক্রবার মৃত্যু হয়েছে কলকাতায় স্টেট ব্যাঙ্কের বাণিজ্যিক শাখায় কর্মরত এক কর্মীর।