Ashoknagar: স্কুলের পেছনে নাবালিকাকে নিয়ে গিয়ে গণধর্ষণ করল তাঁর বন্ধুরাই, গ্রেফতার ৩ অভিযুক্ত

প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল নাবালিকা। আর সেই সুযোগের বন্ধুদের ডেকে প্রেমিকাকে ডেকে গণধর্ষণ করল নাবালক।

Representational Image (Photo Credit: X)

প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল নাবালিকা। আর সেই সুযোগের বন্ধুদের ডেকে প্রেমিকাকে ডেকে গণধর্ষণ করল নাবালক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের (Ashoknagar) ১৩ নম্বর ওয়ার্ড এলাকায়। শুক্রবারের মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, পাড়ার একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নির্যাতিতার। সেই কারণেই পরিবারের সম্মতিতে তাঁর সঙ্গে দেখা করতে বেরিয়েছিল সে। এরপর তাঁরা স্থানীয় এক স্কুলে পেছনের ফাঁকা জায়গায় নিয়ে যায়। আর সেখানে ওই ছেলেটির বাকি দুই বন্ধুও অপেক্ষা করছিল।

জানা যাচ্ছে, দুই কিশোর আগে থেকেই মদ নিয়ে এসেছিল। এরপর ওই কিশোরীকে জোর করে তা খাওয়ায়। তারপর ধর্ষণ করে তিন কিশোর। কোনওমতে এলাকা থেকে পালিয়ে বাড়ি ফেরে নাবালিকা। এরপর পরিবারের সদস্যের গোটা ঘটনা জানায়। তারপর তাঁরাই পুলিশে অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। অবশেষে মাত্র ৬ ঘন্টার মধ্যেই তিন অভিযুক্তকে পাকড়াও করে অশোকনগর থানার পুলিশ। অন্যদিকে নির্যাতিতা ভর্তি হাসপাতালে। তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।