Photo Session At West Bengal Assembly: 'আত্মবিশ্বাসী' মমতা, বিধায়কদের হাতে ভিকট্রি সাইন! বিধানসভা অধিবেশনের শেষ দিনে ফটো সেশন

সামনেই ২১-র নির্বাচন (2021 West Bengal Assembly Election)। সোমবার, ৮ ফেব্রুয়ারি ছিল নির্বাচনের আগে বিধানসভা অধিবেশনের শেষ দিন। নির্বাচনের উত্তেজনা ভুলে সকলের মুখেই ফুটে উঠল আত্মবিশ্বাসের হাসি। আর হাতে ছিল ভিকট্রি সাইন। ১০০-র বেশি বিধায়কদের নিয়ে হাসিখুশি হয়ে ফটো তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।

বিধানসভা অধিবেশনের শেষ দিনে ফটো সেশন। Photo Source: Twitter

কলকাতা, ৮ ফেব্রুয়ারি: সামনেই ২১-র নির্বাচন (2021 West Bengal Assembly Election)। সোমবার, ৮ ফেব্রুয়ারি ছিল নির্বাচনের আগে বিধানসভা অধিবেশনের শেষ দিন। নির্বাচনের উত্তেজনা ভুলে সকলের মুখেই ফুটে উঠল আত্মবিশ্বাসের হাসি। আর হাতে ছিল ভিকট্রি সাইন। ১০০-র বেশি বিধায়ক এবং বিধানসভার অধ্যক্ষকে নিয়ে হাসিখুশি হয়ে ফটো তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আরও পড়ুন: Mamata Banerjee: ফের ক্ষমতায় ফিরব, প্রধানমন্ত্রীকে ‘মিথ্যেবাদী’ তকমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন বাজেট অধিবেশন শেষ হওয়ার পাশাপাশি এই বিধানসভার মেয়াদ শেষ হল। ২১-র বিধানসভা নির্বাচনের পর নতুন করে আইনসভা তৈরি করা হবে। সেই আইনসভায় পুরনো কেউ হয়তো বাদ পড়বেন আবার নতুন কেউ যোগ দেবেন। তাই শেষ অধিবেশনে সকল সদস্যদের নিয়ে এদিন ফটোসেশন করেন মাননীয়া। ছবি তোলার পর তাঁর গলায় ছিল আত্মবিশ্বাসের সুর। সাংবাদিকদের উদ্দেশে স্পষ্ট জানালেন যে, রাজ্যের ক্ষমতায় তিনি আবার ফিরছেন।

বিধানসভার স্পিকারের ঘরের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ চলে ছবি তোলার পালা। সেই ছবি তোলা শেষ হওয়ার পরই তৃতীয়বারের জন্য যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই রাজ্যের ক্ষমতায় ফিরছেন, সেই বিষয়টি নিয়ে আত্মবিশ্বাসী তিনি। গণতন্ত্রে বিরোধীদের মর্যাদা দেওয়া হয়নি। প্রশাসনিক বৈঠকেও তাদের আমন্ত্রণ জানানো হয়নি, এই আক্ষেপ নিয়ে মমতা ব্যানার্জির আমন্ত্রণ উপেক্ষা করে ফটো সেশন বয়কট করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।