Petrol Price Hike: কলকাতায় পেট্রলের দাম পেরোল ১০২ টাকা, জ্বালানির চড়া মূল্যে ভোগান্তিতে দেশ

লাগাতার পেট্রলের দামবৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। মোদি সরকারের ওপর ক্রমশ রোষ বৃদ্ধি পাচ্ছে আম জনতার। আজ ফের বাড়ল পেট্রলের দাম। গত দু'মাসে এই নিয়ে ৪১ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম। একদিনের অব্যাহতির পর শনিবার ফের দাম বৃদ্ধিপেয়ে পেট্রলের দাম দাঁড়াল প্রতি লিটারে ১০২.০৮ টাকা। লিটারে ৩৪ পয়সা বেড়েছে পেট্রল। তবে ডিজেলের দাম এদিন বাড়েনি।

পেট্রল-ডিজেল (Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ১৭ জুলাই: লাগাতার পেট্রলের দামবৃদ্ধি (Petrol Price Hike) নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। মোদি সরকারের ওপর ক্রমশ রোষ বৃদ্ধি পাচ্ছে আম জনতার। আজ ফের বাড়ল পেট্রলের দাম। গত দু'মাসে এই নিয়ে ৪১ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Hike)। একদিনের অব্যাহতির পর শনিবার ফের দাম বৃদ্ধিপেয়ে পেট্রলের দাম দাঁড়াল প্রতি লিটারে ১০২.০৮ টাকা। লিটারে ৩৪ পয়সা বেড়েছে পেট্রল। তবে ডিজেলের দাম এদিন বাড়েনি।

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকেই প্রতিদিন বেড়ে চলেছে পেট্রলের দাম। এই হারে পেট্রলের দাম বৃদ্ধি পেতে থাকলে কোথায় গিয়ে দাম ঠেকবে তা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। বাইক ছেড়ে সাইকেলে যাত্রা করছেন অনেকেই। কেন্দ্রের শুল্ক, রাজ্যের শুল্ক এরপর আবার পেট্রল পাম্পগুলির নিজস্ব শুল্কের চাপে জ্বালানির দাম অগ্নিমূল্য।পেট্রলের ক্ষেত্রে  এক্সাইজ ডিউটি বাবদ ৩২ টাকা ৯০ পয়সা নেয় কেন্দ্রীয় সরকার। সেলস ট্যাক্স বাবদ রাজ্য সরকার নেয় ২৫ শতাংশ টাকা। কমিশন বাবদ ৩ টাকা ৩০ পয়সা পান পেট্রল ডিলাররা। শুল্ক কমাতে এক পাও পিছু হটতে রাজি নয় কেউই। আরও পড়ুন, দেশে দৈনিক সংক্রমণে সামান্য ওঠানামা, খানিকটা বাড়ল মৃত্যুসংখ্যা

পেট্রলের দাম জিএসটির অন্তর্গত করানোর দাবি তুলেছেন বিরোধীরা। করোনাকালে চাকরির অভাব, অর্থাভাব, বেকারত্ব, নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্যের জেরে সাধারণ মানুষ একটি নাজেহাল। এরমধ্যে এই হারে দাম বাড়তে থাকায় সাধারণ মানুষের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার উপক্রম।



@endif