IPL Auction 2025 Live

Petrol-Diesel Price Hike: সেঞ্চুরির পরেও অব্যাহত জ্বালানির মূল্যবৃদ্ধি, কলকাতায় আজ পেট্রলের দাম ১০০.৬২ টাকা

সেঞ্চুরি করার পরও বেড়ে চলেছে পেট্রলের দাম (Petrol Price)। বুধবারই কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ১০০ ছাড়িয়েছিল। আজ আরও বাড়ল দাম। কার্যত জ্বালানির জ্বালায় জ্বলছে দেশবাসী। এদিন, কলকাতায় ৩৯ পয়সা বেড়ে পেট্রলের দাম হল লিটার প্রতি ১০০ টাকা ৬২ পয়সা। ডিজেলের (Diesel Price) দাম বেড়ে হল ৯২ টাকা ৬৫ পয়সা।

Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ৮ জুলাই: সেঞ্চুরি করার পরও বেড়ে চলেছে পেট্রলের দাম (Petrol Price)। বুধবারই কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ১০০ ছাড়িয়েছিল। আজ আরও বাড়ল দাম। কার্যত জ্বালানির জ্বালায় জ্বলছে দেশবাসী। এদিন, কলকাতায় ৩৯ পয়সা বেড়ে পেট্রলের দাম হল লিটার প্রতি ১০০ টাকা ৬২ পয়সা। ডিজেলের (Diesel Price) দাম বেড়ে হল ৯২ টাকা ৬৫ পয়সা।

বাদ নেই দিল্লি, মুম্বই, চেন্নাইও। রাজধানী দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে ৩৫ পয়সা ও ডিজেলের দাম প্রতি লিটারে ৯ পয়সা বেড়েছে। সেখানে পেট্রলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ১০০.৫৬ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৬২ টাকা। মুম্বইতে গত ২৯ জুনই ১০০ ছাড়িয়েছে পেট্রলের দাম। এখানে পেট্রলের দাম ১০৬.৫৯ টাকা। ডিজেলের দাম লিটারে ৯৭.১৮ টাকা। চেন্নাইতেও দিন কয়েক আগে পেট্রলের দাম সেঞ্চুরি পার করেছে। আজ, সেখানে পেট্রলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ১০১.৩৭ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯৪.১৫ টাকা। বেঙ্গালুরু, হায়দেরাবাদ, ভুবনেশ্বরে আগেই ১০০ ছড়িয়েছিল পেট্রলের দাম। আরও পড়ুন, অবশেষে সেঞ্চুরি, কলকাতায় ১০০ টাকা ২৩ পয়সায় মিলছে ১ লিটার পেট্রল

সবমিলিয়ে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বাজারদর, সবেতেই আগুন দাম। ব্যাপক প্রভাব পড়েছে পরিবহনে। ভাড়া না বাড়ালে রাস্তায় বাস নামাতে চাইছেন না কলকাতার মাস মালিকেরা। করোনা পরিস্থিতিতে বন্ধ লোকাল ট্রেন, নেই বাস। চরম ভোগান্তিতে অফিসযাত্রীরা। এরই মধ্যে পেট্রল-ডিজেলের দাম বাড়া নিয়ে সারা দেশে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ শুরু হয়েছে। যদিও, কেন্দ্রের তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই। সাধারণ মানুষকে পরিত্রাণ দিতে কোনও ভাবনাচিন্তা নেই কেন্দ্র সরকারের। দ্বিতীয় ঢেউয়ের পর সাধারণ মানুষ কেউ কাজ হারিয়েছে, কেউবা বেকার। এই হারে মূল্যবৃদ্ধি হলে কীভাবে জীবন অতিবাহিত করবে সাধারণ মধ্যবিত্ত? কার্যত দিশাহীন মানুষ।