Panchayat Elections 2023: বাসন্তীতে তৃণমূল কর্মী খুনে সিবিআই তদন্তের আর্জি পঞ্চায়েত প্রার্থী মেয়ের
শনিবার রাতে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন তিনি। মাঝ রাস্তায় পথ আটকে কে বা কারা যেন তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুলির বিকট আওয়াজ এবং জিয়ারুলের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা।
শনিবার রাতে খুন হয়েছেন বাসন্তীর (Basanti) তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা (৪০)। রাতে বাড়ি ফেরার সময়ে কেউ বা কারা যুব তৃণমূলের কর্মীকে গুলি করে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। বাবার খুনের ঘটনার রহস্য উদঘাটনে সিবিআই (CBI) তদন্তের আর্জি জানিয়েছেন মেয়ে মানোয়ারা পিয়াদা। যিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) তৃণমূলের পার্থী হয়ে দাঁড়িয়েছেন। বাবার খুনের পিছনে কে বা কারা রয়েছেন তা জানতে সিবিআই-তেই ভরসা রাখতে চাইছেন তিনি।
আরও পড়ুনঃ প্রকাশ্য দিবালোকে ব্যক্তিকে কুপিয়ে খুন, রক্তে ভিজল রাজধানীর রাস্তা
নির্বাচনে (Panchayat Elections 2023) আর বাকি মাত্র হাতে গোনা ৬ দিন। এরই মাঝে খুন হয়েছেন যুব তৃণমূলের এক কর্মী। বাসন্তীতে (Basanti) তৃণমূল কংগ্রেসের কর্মী জিয়ারুল মোল্লাকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন তিনি। মাঝ রাস্তায় পথ আটকে কে বা কারা যেন তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুলির বিকট আওয়াজ এবং জিয়ারুলের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। এসে দেখেন মাথায় এবং পেটে গুলিবিদ্ধ অবস্থায় মাটিয়ে পরে রয়েছেন তৃণমূল কর্মী। খবর যায় পুলিশে। পুলিশ এসে আহতকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হল না। চিকিৎসকরা জিয়ারুলকে মৃত বলে ঘোষণা করেন।
তৃণমূল (TMC) কর্মীর খুনের ঘটনায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকায়। সামাল দিতে সকাল থেকে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ কর্মী। সকাল থেকেই উত্তপ্ত বাসন্তী।