Amit Mitra: কমবে জ্বালানির দাম! পেট্রল ও ডিজেলের ওপর থেকে এক টাকা কর কমাল রাজ্য সরকার, ঘোষণা অমিত মিত্রের
দেশজুড়ে পেট্রল, ডিজেলের ছ্যাঁকায় নাজেহাল সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারকে চাপে রেখে পেট্রল ও ডিজেলের ওপর থেকে রাজ্যের প্রাপ্য কর থেকে এক টাকা কমিয়ে দেওয়ার কথা জানিয়ে দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রবিবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
কলকাতা,২১ ফেব্রুয়ারি: দেশজুড়ে পেট্রল, ডিজেলের (Petrol, Diesel) ছ্যাঁকায় নাজেহাল সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারকে চাপে রেখে পেট্রল ও ডিজেলের ওপর থেকে রাজ্যের প্রাপ্য কর থেকে এক টাকা কমিয়ে দেওয়ার কথা জানিয়ে দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। রবিবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
তিনি জানান, ''কেন্দ্রীয় সরকারের কোনও সিদ্ধান্তের সঙ্গে মানবিকতার কোনও যোগাযোগ নেই। কিন্তু আমাদের হাতে সে ভাবে টাকা নেই, তা সত্ত্বেও আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে পেট্রল ও ডিজেলের প্রতি লিটারে এক টাকা করে কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন।' আরও পড়ুন, ইতালির গণসঙ্গীত ‘বেলা চাও’-র সুরে 'পিসি যাও'-কে হাতিয়ার করে নির্বাচনের প্রচার বিজেপির
বর্তমানের পেট্রোপণ্যের মূল্য অনুযায়ী, কেন্দ্র প্রতি লিটার পেট্রলে ৩২.৯০ টাকা ও ডিজেল পিছু ৩১.৮০ টাকা কর এবং সেস নিচ্ছে। কিন্তু রাজ্য সরকার প্রতি লিটার পেট্রলে ১৮.৪৬ টাকা ও ডিজেলে লিটার পিছু ১২.৫৭ টাকা কর বাবদ পাচ্ছে। ২২ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে রাজ্যে এই নতুন দাম কার্যকর হবে বলে জানান। তিনি আরও বলেন, ''আমরা জানি এক টাকা খুবই কম। কিন্তু তাও আমরা সাধারণ মানুষকে সুরাহা দিতে চাই। কৃষকরা চাষের জন্য ডিজেল ব্যবহার করেন। এই এক টাকা কমানোর ফলে চাষের ক্ষেত্রে যদি একটু লাভ হয় তাহলেই আমরা খুশি।''
রাজ্যের থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর তুলে নিয়ে গিয়েই সেই অর্থ রাজ্যকে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। কেন্দ্রীয় সরকার পেট্রল ডিজেল থেকে বিপুল পরিমাণ কর বাবদ আয় করলেও, দেশের মানুষের জন্য কোনও ছাড় দিচ্ছে না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আয়ের অল্প পরিমাণ থেকেও রাজ্যের মানুষকে সুরাহা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, বলে জানান অর্থমন্ত্রী।