IPL Auction 2025 Live

Kolkata: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশের কনস্টেবলের

করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের (Kolkata Police) আরও এক কর্মীর। মৃতের নাম কৃষ্ণকান্ত বর্মণ (Krishna Kanta Burman)। তিনি হেস্টিংস থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মণ একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। প্রাণ হারালেন গতকাল। আমাদের এই প্রয়াত সহযোদ্ধার পরিবারের হাতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে শীঘ্রই।"

কৃষ্ণকান্ত বর্মণ (Photo: ANI)

কলকাতা, ২৫ জুলাই: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের (Kolkata Police) আরও এক কর্মীর। মৃতের নাম কৃষ্ণকান্ত বর্মণ (Krishna Kanta Burman)। তিনি হেস্টিংস থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মণ একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। প্রাণ হারালেন গতকাল। আমাদের এই প্রয়াত সহযোদ্ধার পরিবারের হাতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে শীঘ্রই।"

এর আগে লালাবাজারের ট্রাফিক বিভাগে পুলিশ কর্মীর মৃত্যু হয়েছিল। মৃত পুলিশ কর্মীর নাম অভিজ্ঞান মুখার্জি (Abhigyan Mukherjee)। তিনি ট্র্যাফিক পুলিশে ইকুইপমেন্ট সেলের অফিসার ইন-চার্জ পদে কর্মরত ছিলেন। গতকাল সকালে আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতেও শোকপ্রকাশ করেছে কলকাতা পুলিশ। আরও পড়ুন: Kolkata: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশের এক কর্মীর

১৬ জুলাই জানা গেছিল ওই দিন একসঙ্গে ৩০ জন কলকাতা পুলিশের কর্মী করোনা আক্রান্ত হন। তাঁদের মধ্যে ছিলেন কৃষ্ণকান্ত বর্মণও। আক্রান্ত হওয়ার পর তিনি বাডিতেই ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাতে কোনও ফল হল না।