Singer K K Dies: গায়ক কেকে-র প্রয়াণে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের নিউমার্কেট থানায়

গায়ক কেকের (Singer K K Dies) প্রয়াণে নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হল। কলকাতায় গান গাইতে এসে নিউমার্কেটের কাছে এক পাঁচতারা হোটেলে উঠেছিলেন কেকে

Singer KK (File Image)

কলকাতা, ১ জুন: গায়ক কেকের (Singer K K Dies) প্রয়াণে নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হল। কলকাতায় গান গাইতে এসে নিউমার্কেটের কাছে এক পাঁচতারা হোটেলে উঠেছিলেন কেকে। জানা গেছে, প্রয়াত শিল্পীর মাথায় চোট রয়েছে। হোটেলে পড়ে যাওয়ার জন্য চোট লেগেছে, নাকি অন্য কোনও কারণ, তা জানতে শুরু হয়েছে তদন্ত। কেকে-র সঙ্গে আসা সাথীরাই অনিচ্ছাকৃত মৃত্যুর মামা দায়ের করেছেন নিউমার্কেট থানায়। হোটেলের ম্যানেজারকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হোটেলকর্মীদেরও জেরা করা হবে বলে খবর।

পড়ুন টুইট

মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বলিউডের প্লেব্যাক গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। নজরুলমঞ্চে কনসার্টের পরেই হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন শিল্পী। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান সব শেষ। কেকে-র মৃত্যুতে শোকপ্রাকশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।