Purba Burdwan: সম্পত্তির লোভে নিঃসন্তান মাসির সঙ্গে যা করল বোনপো, শুনলে শিউরে উঠবেন আপনিও
সম্পত্তির জেরে এক দম্পতিকে খুন করল তাঁরই আত্মীয়রা। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছিল পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকার রবীন্দ্রপল্লীর বাসিন্দা।
সম্পত্তির জেরে এক দম্পতিকে খুন করল তাঁরই আত্মীয়রা। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছিল পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকার রবীন্দ্রপল্লীর বাসিন্দা। এই ঘটনার তদন্তে নেমে মাত্র ৩ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তরা হলেন মৃতা ছবি যশের বোন মহুয়া সামন্ত ও তাঁর দুই ছেলে অরিত্র সামন্ত ও অনিকেত সামন্ত। এদের মধ্যে একজন ইঞ্জিনিয়র ও অপরজন কলেজে পড়ছেন। বুধবারই তাঁদের হেফাজতে নেওয়ার জন্য বর্ধমান জেলা আদালতে তোলা হবে। যদিও পুলিশি জেরায় তিনজনেই খুনেক কথা স্বীকার করেছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে বচসার জেরেই খুন করা হয়েছে অভিজিৎ যশ ও ছবি যশকে।
সূত্রের খবর, মঙ্গলবার সুপর্ণা চৌধুরী নামে এক মহিলা আচমকাই থানায় এসে খবর দেয় যে রবীন্দ্রপল্লীর বাসিন্দা অভিজিৎ ও ছবির সঙ্গে কোনওরকম যোগাযোগ করা যাচ্ছে না। এবং বাড়ি থেকেও কোনও সাড়াশব্দ আসছে না। সম্পর্কে তাঁরা ওই মহিলার মেসো ও মাসি। মহিলা উদ্বিগ্ন হওয়ার কারণে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে বাড়ির তালা ভেঙে দেখে গোটা ঘরজুড়ে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর তারমাঝেই পড়ে রয়েছে সত্তোর্ধ্ব ওই দম্পতির দেহ।
পুলিশসূত্রে খবর, নিঃসন্তান ওই দম্পতির সঙ্গে দিনকয়েক আগেই দেখা করতে এসেছিলেন মহুয়া। সেই সময় তাঁর সঙ্গে অভিজিৎ ও ছবির মধ্যে তুমুল বচসা হয়েছিল। এমনকী তাঁকে বাড়ি থেকে বেরিয়েও যেতে বলেন বৃদ্ধ। এরপর শনিবার দুই ছেলেকে নিয়ে ফের ওই দম্পতির বাড়ি যায় মহুয়া। তখনই রাগের মাথায় তাঁদের ওপর চড়াও হয় তিনজন। প্রথমে ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করা হয়, তারপর অভিজিতকে খুন করেন তাঁরা। এরপর বাড়ি থেকে সোনা, গয়না. টাকাপয়সা লুট করে পালায় তিনজন।