Coronavirus In West Bengal: করোনায় আক্রান্ত হাওড়ায় নারায়ণা সুপারস্পেশ্যালিটি হাসপাতালের ৫ জন নার্স ও স্বাস্থ্য কর্মী

হাওড়ায় নারায়ণা সুপারস্পেশ্যালিটি হাসপাতালের নার্স ও স্বাস্থ্য কর্মীসহ ৫ জনের করোনা নমুনা রিপোর্ট পজেটিভ এসেছে। ওই হাসপাতালেই তাঁদের চিকিৎসা করা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রত্যেকেরই অবস্থা আপাতত ভালোই আছে। ওই হাসপাতালের আরও পাঁচজন রোগী করোনায় আক্রান্ত। এদিকে গতকাল রাজ্যে (West Bengal) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু (Death) হয় এক চিকিৎসকের (Doctor)। শনিবার রাত দেড়টা নাগাদ তিনি মারা গেছেন। রাজ্যে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত কোনও চিকিৎসকের মৃত্যু হল। সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের দায়িত্বে ছিলেন তিনি। গত কয়েক দিন ধরে সল্টলেকের আমরিতে ভর্তি ছিলেন ওই চিকিৎসক। করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

নারায়ণা মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে (Picture Credits: Wikimedia Commons)

কলকাতা, ২৬ এপ্রিল: হাওড়ায় নারায়ণা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের (Narayana Superspeciality Hospital)  নার্স ও স্বাস্থ্য কর্মীসহ ৫ জনের করোনা নমুনা রিপোর্ট পজেটিভ এসেছে। ওই হাসপাতালেই তাঁদের চিকিৎসা করা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রত্যেকেরই অবস্থা আপাতত ভালোই আছে। ওই হাসপাতালের আরও পাঁচজন রোগী করোনায় আক্রান্ত। এদিকে গতকাল রাজ্যে (West Bengal) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু (Death) হয় এক চিকিৎসকের (Doctor)। শনিবার রাত দেড়টা নাগাদ তিনি মারা গেছেন। রাজ্যে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত কোনও চিকিৎসকের মৃত্যু হল। সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের দায়িত্বে ছিলেন তিনি। গত কয়েক দিন ধরে সল্টলেকের আমরিতে ভর্তি ছিলেন ওই চিকিৎসক। করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বেশ কয়েক জন চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, কেউ বা হোম কোয়ারান্টিনে রয়েছেন। তাঁরা আপাতত ভালই রয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। দিনকয়েক আগে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের (R. G. Kar Medical College and Hospital) এক চিকিৎসক করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হন। আরও পড়ুন, করোনা আক্রান্ত আরজি কর হাসপাতালের চিকিৎসক

তিনি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক। এর আগে এক করোনা আক্রান্তের মৃত্যুতে বন্ধ করে দেওয়া হয়েছিল আরজি কর হাসপাতালের মেডিসিন ওয়ার্ড এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বি আর সিং (B. R. Singh Hospital) হাসপাতালের চিকিৎসক। ভর্তি করা হচ্ছে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। ওই চিকিত্সকের সংস্পর্শে আসায় বি আর সিং হাসপাতালের চিকিত্সক-নার্স ও স্বাস্থ্য কর্মীদের কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।