Kailash Vijayvargiya: 'বাংলায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চূড়ান্ত হবে', বললেন কৈলাস বিজয়বর্গীয়
২১-র নির্বাচনের (2021 West Bengal Assembly Election) প্রাক্কালে দলবদল নজরে আসছে। তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) দলে দলে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা। আগামী পাঁচ বছর কোন দল বাংলায় রাজত্ব করবে? এই প্রশ্নের পাশাপাশি উঠে আসছে আরও একটি প্রশ্ন। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন? সেটি নিয়ে চাপনোতর প্রশ্ন উঠছেই বাংলার মানুষের মনে। সেই প্রশ্নেরই বুধবার উত্তর দিলেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)।
কলকাতা, ২০ জানুয়ারি: ২১-র নির্বাচনের (2021 West Bengal Assembly Election) প্রাক্কালে দলবদল নজরে আসছে। তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) দলে দলে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা। আগামী পাঁচ বছর কোন দল বাংলায় রাজত্ব করবে? এই প্রশ্নের পাশাপাশি উঠে আসছে আরও একটি প্রশ্ন। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন? সেটি নিয়ে চাপনোতর প্রশ্ন উঠছেই বাংলার মানুষের মনে। সেই প্রশ্নেরই বুধবার উত্তর দিলেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। আরও পড়ুন: Arindam Bhattacharya Joins BJP: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য
বিজয়বর্গীয় জাতীয় সংবাদসংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, "২১-র বিধানসভা নির্বাচনে বাংলায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাংলায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলে কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিধায়কেরা বৈঠক করবেন। এরপরই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনই কাউকে মুখ হিসেবে সামনে রেখে বাংলায় নির্বাচনী প্রচার করা হবে না।"
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। ২০১৬ সালের বিধানসভা ভোটে শান্তিপুরে কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি। হারিয়েছিলেন তৃণমূলের অজয় দে-কে। পরে তিনি তৃণমূলে যোগ দেন। আজ দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে তিনি বিজেপিতে যোগ দেন।