Newtown: যাত্রী তোলাকে কেন্দ্র করে নিউটাউনে তুমুল অশান্তি অটোচালকদের মধ্যে, সংঘর্ষে আহত কমপক্ষে ৩

যাত্রী তোলা নিয়ে ব্যস্ত সময়ে অটোচালকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটল নিউটাউন এলাকায়। জানা যাচ্ছে, নিউটাউন বিশ্ব বাংলা গেট থেকে চিনার পার্ক অটোরুটে চালকদের মধ্যে দীর্ঘদিন ধরেই ঠাণ্ডা লড়াই চলছিল।

Auto, Representational Image (Photo Credit: Pixabay)

যাত্রী তোলা নিয়ে ব্যস্ত সময়ে অটোচালকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটল নিউটাউন এলাকায়। আইএনটিটিইউসি পরিচালিত নিউটাউন বিশ্ব বাংলা গেট (Biswa Bangla Gate) থেকে চিনার পার্ক (Chinar Park) অটোরুটে চালকদের মধ্যে দীর্ঘদিন ধরেই ঠাণ্ডা লড়াই চলছিল। একদিকে নিউটাউন থেকে প্যাসেঞ্জার নিয়ে গেলে চিনার পার্কের স্ট্যান্ড থেকে ফাঁকা আসতে হত। অন্যদিকে চিনার পার্ক থেকে কোনও অটো বিশ্ব বাংলা গেটে গেলে সেখানে যাত্রী তুলতে দিত না সেখানকার ইউনিয়নের অটোচালকরা। শুক্রবার দুপুরে এই নিয়েই বচসা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি অটোচালক যাত্রী তুলছিল সেই নিয়ে প্রতিবাদ করেন বেশ কয়েকজন। সেখান থেকে শুরু হয় ঝামেলা। সেই সময় নিউটাউন থানা থেকে পুলিশকর্মীরা গিয়ে সাময়িকভাবে ঝামেলা মিটিয়ে দিলেও পরবর্তীক্ষেত্রে চিনার পার্ক থেকে বিশ্ব বাংলা রুটের অটোচালকরা নিউটাউনে গিয়ে ওখানকার চালকদের ওপর চড়াও হয়। এরপরে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যায়।

আর এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩ জন অটোচালক। তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশসূত্রে খবর, এই রুট নিয়ে ঝামেলা দীর্ঘদিনের। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে ঘটনাটি ঘটল বিষয়টি তদন্ত করেই জানা হবে বলে মনে করছে নিউটাউন থানার পুলিশ।



@endif