India-Bharat Row: 'ইন্ডিয়া-ভারত' বিতর্কে কী বললেন নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু! দেখুন ভিডিয়ো

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি ২০-এর বৈঠকে আসা রাষ্ট্রনায়কদের নৈশভোজে নিমন্ত্রণ জানানোর আমন্ত্রণপত্রে 'ভারতের রাষ্ট্রপতি' লেখার পর থেকে বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। পক্ষে বিপক্ষে মুখ খুলেছেন অনেকে।

Photo Credits: ANI

কলকাতা:  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি ২০-এর বৈঠকে আসা রাষ্ট্রনায়কদের নৈশভোজে নিমন্ত্রণ জানানোর আমন্ত্রণপত্রে 'ভারতের রাষ্ট্রপতি' লেখার পর থেকে বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। পক্ষে বিপক্ষে মুখ খুলেছেন অনেকে। বুধবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে মুখ খুললেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (Netaji Subhash Chandra Bose's nephew) চন্দ্র কুমার বসু (Chandra Kumar Bose)।

ভিত্তিহীন বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, "সংবিধানে (Constitution of India) পরিষ্কার করে লেখা রয়েছে ইন্ডিয়া (India) হল ভারত (Bharat), যা রাজ্যগুলির একটি ইউনিয়ন (union of States)। ভারত আর ইন্ডিয়া একই। যখন দুটোর মানে সমান, আপনি যা বলবেন তাতে একই জিনিস বোঝাবে। একটি ভিত্তিহীন বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে।" আরও পড়ুন: India vs Bharat Row: ইন্ডিয়ার পরিবর্তে ভারত, দেশের নাম বদলের জল্পনায় মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

দেখুন ভিডিয়ো: