Narendra Modi at Haldia Live: 'তৃণমূল একের পর এক ফাউল করছে, বাংলা খুব দ্রুত তাদের রামকার্ড দেখাবে', হলদিয়ায় বললেন নরেন্দ্র মোদি

আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় (Haldia) সরকারি অনুষ্ঠানে অংশ নিতে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিছুক্ষণ আফা তাঁর হেলিকপ্টার হেলিপ্যাডে এসে পৌঁছয়। হলদিয়ায় পেট্রোলিয়াম মন্ত্রকের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এর পাশাপাশি, হলদিয়াতেই রাজনৈতিক সভা করবেন। আজ আসছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

হলদিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

হলদিয়া, ৭ ফেব্রুয়ারি:  হলদিয়ায় চারটি বড় প্রকল্পের উদ্বোধনে বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-

মেদিনীপুরের হলদিয়ার সভায় বক্তৃতা দিলেন  নরেন্দ্র মোদি-

আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় (Haldia) সরকারি অনুষ্ঠানে অংশ নিতে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিছুক্ষণ আফা তাঁর হেলিকপ্টার হেলিপ্যাডে এসে পৌঁছয়। হলদিয়ায় পেট্রোলিয়াম মন্ত্রকের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এর পাশাপাশি, হলদিয়াতেই রাজনৈতিক সভা করবেন। আজ আসছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আজ একুশে বিধানসভা নির্বাচনের প্রথম সভা তাঁর। প্রথমে এখানেই বক্তৃতা দেবেন। এরপর যাবেন পেট্রোলিয়াম মন্ত্রকের অনুষ্ঠানে। রয়েছে একাধিক কর্মসূচি। বিপিসিএলের এলপিজি টার্মিনাল, ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাসলাইন ও হলদিয়ার রানিচকে একটি রেল ওভারব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মোদি সফরের আগে শুভেন্দু অধিকারী বক্তৃতা দিয়ে জানান,‘হলদিয়ায় কেন্দ্র বিনিয়োগ করেছে, বহু কর্মসংস্থান হবে। ‘বাংলায় একটাও নতুন শিল্প আসেনি। রাজ্য সরকার শিল্পায়নে সম্পূর্ণ ব্যর্থ। কর্মসংস্থানের যন্ত্রণায় বিদ্ধ রাজ্যের মানুষ। কেন্দ্র ও রাজ্যে একই সরকার হলে উন্নয়ন হবে। রাজ্যে প্রকৃত পরিবর্তন আসেনি।'