Nabanna Abhijan: জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে একের পর এক কাঁদানে গ্যাসেল সেল ফাটাছে পুলিশ
আন্দোলনকারীরা যাতে জমায়েত করতে না পারেন, তার জন্য পুলিশ লাঠিচার্জ শুরু করলে, আন্দোলনকারীরা সেখান থেকে দৌঁড়তে শুরু করেন। হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়েন বিক্ষোভকারীরা।
কলকাতা, ২৭ অগাস্ট: নবান্ন অভিযানকে (Nabanna Abhijan) কেন্দ্র করে ধুন্ধুমার শুরু হয়েছে। আন্দোলনকারীদে ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ছুঁড়তে শুরু করেছে। টিয়ার গ্যাসের সেলও ফাটাতে শুরু করেন বিক্ষোভকারীরা। 'শান্তি বজায় রাখুন' বলে পুলিশ যে ব্যানার, পোস্টার রাস্তায় রাখে, তা তুলে বিক্ষোভকারীদের প্রশ্ন, 'এই পুলিশের শান্তি রক্ষার নুমনা?' জাতীয় পতাকা হাতে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তবে কাঁদানে গ্যাসের সেল ফাটানো শুরু হয় অনেক দূর পর্যন্ত যাতে আন্দোলনকারীরা কোথাও জড়ো হতে না পারেন। তবে জল কামান, কাঁদানে গ্যাসের সেল উপেক্ষা করে আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় থাকেন। 'উই ওয়ান্ট জাস্টিস' বলে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা।
তবে আন্দোলনকারীরা যাতে জমায়েত করতে না পারেন, তার জন্য পুলিশ (Police) লাঠিচার্জ শুরু করলে, আন্দোলনকারীরা সেখান থেকে দৌঁড়তে শুরু করেন। হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়েন বিক্ষোভকারীরা। পাশাপাশি কোনা এক্সপ্রেসওয়ে জুড়েও বিক্ষোভকারীরা জমায়েত শুরু করেন। আন্দোলনকারীরা জমায়েত করলেই, সেখান পুলিশ হাজির হয়ে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কীভাবে জল কামান ছুঁড়তে শুরু করেন দেখুন...
পুলিশ, র্যাফ, কমব্যাট ফোর্স নামিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। দেখুন সেই ভিডিয়ো...