R G Kar Case: 'মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন...' বিস্ফোরক আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মা

নির্যাতিতার পরিবারকে কোনওরকম টাকা দেওয়ার কথা বলা হয়নি বলে সাফ জানান তিনি। তবে এ বার মুখ্যমন্ত্রীর বলা এ কথাকে মিথ্যা বলে দাবি নিহত চিকিৎসকের মায়ের।

নিহত চিকিৎসকের মা (ছবিঃPTI)

কলকাতাঃ আর জি কর কাণ্ড(R G Kar Case) নিয়ে উত্তাল গোটা দেশ। গতকাল, সোমবার সুপ্রিম কোর্টে(Supreme Court) শুনানির পর স্বস্তি মেলেনি। বিচার এখনও অধরা। পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর। সে দিকেই তাকিয়ে গোটা দেশ সহ বিদেশ। গতকাল সুপ্রিম কোর্টের শুনানির পরই এই ইস্যুতে নবান্ন (Nabanna)থেকে একাধিক বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। নির্যাতিতার পরিবারকে কোনওরকম টাকা দেওয়ার কথা বলা হয়নি বলে সাফ জানান তিনি। তবে এ বার মুখ্যমন্ত্রীর বলা কথাকে মিথ্যা বলে দাবি নিহত চিকিৎসকের মায়ের। এদিন বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তরুণী চিকিৎসকের মা বলেন, "একদম মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী। বলা হচ্ছে পরিবার টাকা চেয়েছিল। আমরা কোনওরকম টাকা চাইনি। ওঁ বলেন, মেয়ের জন্য যদি কিছু করতে চান এই টাকা দিয়ে করুন। আমি জানিয়েছলাম আমার মেয়ে বিচার পাক আমি নিশ্চই ওর প্রাপ্য নে্‌ তার আগে না।" সোমবার নবান্ন থেকে রাজ্যবাসীকে এ বার উৎসবে ফেরার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন, "সবাই যদি উৎসবে ফিরতে চায় তবে ফিরুক। আমার বাড়িতে আর দুর্গাপুজোর প্রদীপ জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গিয়েছে। তবে মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে তাই তাঁরা যদি মনে করেন উৎসবে ফিরবেন তাহলে ফিরুন, আমি কিই বা বলতে পারি।"

VIDEO | Kolkata rape-murder case: “The CM (Mamata Banerjee) is lying. We were indeed offered money by DC (North). We told her we will take money whenever our daughter gets justice and the culprits are punished. Money was definitely offered... The country is now looking at my… pic.twitter.com/mMCfCMaxLe

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now