Dola Sen: সিবিআই, ইডিকে বিজেপির স্বার্থে ব্যবহার করছে মোদীজির সরকার, অভিযোগ তৃণমূলের দোলার
তৃণমূল কংগ্রেস সাংসদ আরও অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থাগুলিকে ব্যবহার করছে বিজেপি। যা খুবই দুর্ভাগ্যজনক। শুধু তাই নয়, বিজেপি বিরোধীর রাজ্যগুলিতে গেরুয়া শিবিরের পছন্দসই রাজ্যপাল পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেন দোলা।
দিল্লি, ২৯ মার্চ: বিজেপি (BJP) বিরোধী জোট গঠনের ডাক দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির বিরোধী জোট গঠন করতে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠিয়েছেন মমতা। যা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন। তিনি বলেন, বিজেপি বিরোধীদের একসূত্রে বাঁধতেই অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন। বিরোধীদের সব সময় একযোগে লড়াইয়ের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি বিরোধী দলগুলির সুসম্পর্ক বলেও মন্তব্য করেন দোলা (Dola Sen)।
তৃণমূল কংগ্রেস সাংসদ আরও অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সিবিআই (CBI), ইডির (ED)মতো কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থাগুলিকে ব্যবহার করছে বিজেপি। যা খুবই দুর্ভাগ্যজনক। শুধু তাই নয়, বিজেপি বিরোধীর রাজ্যগুলিতে গেরুয়া শিবিরের পছন্দসই রাজ্যপাল পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেন দোলা। যা একেবারেই অনৈতিক বলেও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রেস সাংসদ। পাশাপাশি বিজেপি নিজেদের পছন্দের রাজ্যপাল অবিজেপি রাজ্যগুলিতে পাঠানোয়, সেখানকার সরকারের কাজ চালাতে অসুবিধা হচ্ছে বলেও তীব্র আক্রমণ করেন দোলা সেন।
প্রসঙ্গত রামপুরহাটের বগটুইকাণ্ডের পর সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফে। বগটুইকাণ্ডে সিবিআইকে সব ধরণের সাহায্য করা হবে বলে জানান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তবে রাজ্যের বিরোধী দলেনেতা শুভেন্দু অধিকারীর কথায় সিবিআই চললে তাঁরা চুপ করে বসে থাকবেন না বলে সুর চড়ান ফিরহাদ হাকিম। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।