Photo Source: Twitter

কলকাতা, ১৭ ডিসেম্বর: রাজ্যপালের পরামর্শকে তুড়ি মেরে আরও একবার পথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বা্ংলায় CAA এবং NRC-র প্রত্যাহারের দাবি নিয়ে ফের পথে নামলেন মমতা ব্যানার্জি(Mamata Banerjee)। মঙ্গলবার যাদবপুর ৮বি স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়। মিছিল শেষ হবে যদুবাবু বাজারে। মিছিল থেকেই ক্যাব এবং এনআরসি-র বিরুদ্ধে স্লোগান তুললেন তিনি। মঙ্গলবার মমতা ব্যানার্জির সঙ্গে মিছিলে রয়েছেন নুসরত জাহান(Nusrat Jahan) এবং মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)ও। আগামিকালও চলবে এই প্রতিবাদ মিছিল।

গত সপ্তাহে সাংবাদিক বৈঠক করে CAB এবং NRC-র প্রতিবাদ মিছিলের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতই সোমবার প্রথম প্রতিবাদ মিছিলে রাস্তায় নামেন তিনি। ময়দানের কাছে রেড রোডে বাবা আম্বেদকরের পাদদেশ থেকে মিছিল শুরু করেন তিনি। মিছিল শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে।আরও পড়ুন: Jamia Millia Islamia Protests: জামিয়া বিশ্ববিদ্যালয়ে আটক ১০ জনই বহিরাগত, কোনও পড়ুয়া নেই বলে ব্যাখ্যা দিল্লি পুলিশের

সোমবার মিছিল শেষে তিনি বলেন, 'বাংলাকে দখল করার ওদের পরিকল্পনা ভেস্তে দেব। রাষ্ট্রপতির কাছে লক্ষ লক্ষ কোটি কোটি চিঠি দিন। রক্ত দিয়ে চিঠি লিখুন। অধিকার বুঝে নিন তবে শান্তিপূর্ণ ভাবে। দেশ আমাদের সবার। ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। শান্তিতে মিছিল মিটিং করুন। আইন হাতে তুলে নেবেন না। ওরা আগুন লাগিয়ে উসকে দিতে চাইছে কোনও ফাঁদে পা দেবেন না। গণআন্দোলনে অংশ নিন, নাগরিক অধিকার বুঝে নিন। বাংলায় কালা আইন মানছি না। এনআরসি ক্যাব (CAA) মানছি না।'

মঙ্গলবারের প্রতিবাদ মিছিল ঢাকুরিয়া সেতু হয়ে গোলপার্ক, গড়িয়াহাট রোড এবং রাসবিহারী এভিনিউ-এর উপর দিয়ে যদুবাবুর বাজারে গিয়ে শেষ হবে এই মিছিল।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Delhi: দিল্লির জনসভায় কেজরিকে জেল নিয়ে কটাক্ষ মোদীর, নমোকে বিতর্কে বসার চ্যালেঞ্জ রাহুলের

LokSabha Elections 2024: মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য! নির্বাচনী বিধিভঙ্গের দায়ে প্রাক্তন বিচারপতির হাতে শো-কজ নোটিশ ধরাল নির্বাচন কমিশন

Loksabha Election 2024: 'পরমাণু বোমা রাখার মত অর্থ পাকিস্তানের কাছে নেই', মণিশঙ্কর আইয়ারের নাম না করে মন্তব্য মোদীর

Loksabha Election 2024: রায়বেরিলির মানুষ 'খটাখট' বাড়িতে পাঠিয়ে দেবেন, রাহুলকে তীব্র কটাক্ষ মোদীর

Loksabha Election 2024: 'এবার তৈরি হবে সীতা মন্দির', লোকসভা ভোটের প্রচারে সীতামারিতে গিয়ে বললেন অমিত শাহ

Narendra Modi At Varanasi: বারাণসীর উন্নয়নের চাবিকাঠি কি মোদীর হাতে ? কী বলছেন গঙ্গার নৌকাচালকরা

Narendra Modi Profile: এমএ পাশ মোদীর কাছে নগদ মাত্র ৫২ হাজার, নেই কোনও বাড়ি গাড়ি

Loksabha Election 2024: 'রামলাল্লাকে ফের তাবুতে পাঠাতে চাইছে কংগ্রেস', ঝাড়খণ্ডে মন্তব্য মোদীর