Manoj Pant: রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ পন্থ

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব নিযুক্ত হলেন মনোজ পন্থ। এদিনই ভগবতী প্রসাদ গোপালিকের কর্মজীবনের মেয়াদ শেষ হল। আজ, শনিবার নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হল, রাজ্যের মুখ্য সচিব হলেন মনোজ পন্থ।

Nabanna (Photo Credit: ANI/X)

কলকাতা, ৩১ অগাস্ট: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব নিযুক্ত হলেন মনোজ পন্থ (Manoj Pant)। এদিনই ভগবতী প্রসাদ গোপালিকের (Bhagwati Prasad Gopalika) কর্মজীবনের মেয়াদ শেষ হল। আজ, শনিবার নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হল, রাজ্যের মুখ্য সচিব হলেন মনোজ পন্থ। দ্বিতীয়বার মুখ্যসচিব ভগবতী প্রসাদের মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দিল না দিল্লি। তাই নয়া মুখ্যসচিব হিসেবে মনোজ পন্থের নাম বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করকল কেন্দ্র।

মুখ্য সচিবের পাশাপাশি আরও বেশ কয়েকজন আমলার দায়িত্বও বদল করেছে রাজ্য সরকার। অর্থ দফতরের সচিব পদে থাকা মনোজ পন্থের জায়গায় আনা হল প্রভাত কুমার মিশ্র-কে। এতদিন তিনি সেচ ও জলসম্পদ দফতরের দায়িত্বে ছিলেন। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রোশনি সেন-কে জল সম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। তিনি এর আগে মৎস্য দফতরের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন-পিছনে পড়ে রইল ভালোপাহাড়,চলে গেলেন বর্ষীয়ান কবি, সম্পাদক এবং পরিবেশকর্মী কমল চক্রবর্তী

গত ৩১ মে মুখ্য সচিব পদে মেয়াদ শেষ হয়েছিল ভগবতী প্রসাদ গোপালিকের। তখন গোপালিকার মেয়াদ বৃদ্ধির জন্য রাজ্য সরকার আবেদন জানিয়েছিল কেন্দ্রকে। এরপর রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদের ৩ মাসের মেয়াদ বৃদ্ধির অনুমোদন করে কেন্দ্রীয় সরকার। কিন্তু দ্বিতীয় বার ভগবতী প্রসাদের মেয়াদ বৃদ্ধি করল নরেন্দ্র মোদী সরকার। একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে শেষ অবধি মনোজ পন্থ-কে মুখ্যসচিব হিসেবে ঘোষণা করল নবান্ন।