হট অ্যান্ড সেক্সি অভিনেত্রী মোনালিসা (Monalisa) অনবদ্য ফ্যাশন সেন্স ও স্টাইলে  সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন।  নতুন ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে তাকে এয়ারপোর্টে এবং বিমানের বিজনেস ক্লাস কেবিনে। ভিডিওতে মোনালিসা সাদা  স্লিভলেস জাম্পস্যুটে পড়েছেন। দেখা যাচ্ছে বুকের খাঁজ। কোমরে টাই-বেল্ট। তাকে আরো সেক্সি দেখাচ্ছে। ভক্তদের চোখ সরছে না নায়িকার থেকে। সেক্সি লুকে বাড়ছে অনুরাগীদের উন্মাদনা। মানানসই সাদা হ্যান্ডব্যাগ ও রুপালি এক্সেসরিজ,কানে পেনডেন্ট স্টাইলের দুল, হাতে ব্রেসলেট এবং রিস্ট ব্যান্ড। একেবারে অন্যবদ্য। খোলা চুলে তাকে হট লাগছে।  ব্ল্যাক মার্সিডিজের সামনে দাঁড়িয়ে ও বিমানের আরামদায়ক সিটে বসে ছবি পোস্ট করেছেন ।

ভোজপুরি অভিনয় জগতের এক জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। এই অভিনয় জগতে নিজের ক্যারিয়ার শুরু করার আগে মোনালিসার পরিবারের দেওয়া অর্থাৎ জন্মের সময় মোনালিসার নাম দেওয়া হয়েছিল অন্তরা বিশ্বাস। অভিনয় জগতের জন্য অন্তরা নিজের নাম পরিবর্তন করে হয়ে ওঠেন মোনালিসা। বর্তমান যুগে মোনালিসা নামে জনপ্রিয় হওয়ার সঙ্গে (Jhuma boudi) নামেও খুব জনপ্রিয় অন্তরা। বড় বা ছোট পর্দাতে মোনালিসা বা ঝুমা বৌদিকে (Jhuma boudi) দেখতে পাওয়া মানেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা।  প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি রিল বা ভিডিওর পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে ঝুমা বৌদি (Jhuma boudi) প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় হট সেক্সি ছবি নাচের রিল বা ভিডিওর পোস্ট করেন মোনালিসা (Monalisa)