Manoj Mitra Dies: প্রয়াত মনোজ মিত্র, না ফেরার দেশে বাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

জানা যাচ্ছে, দীর্ঘ বছর ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রবীণ অভিনেতা। হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঞ্ছারামের বাগান অভিনেতা।

Manoj Mitra Death (Photo Credits: X)

Manoj Mitra Death: না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র ()। ১২ নভেম্বর, মঙ্গলবার কলকাতার একটি হাসপাতালে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। জানা যাচ্ছে, দীর্ঘ বছর ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রবীণ অভিনেতা। হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঞ্ছারামের বাগান অভিনেতা। মনোজ মিত্রের মৃত্যু সংবাদটি তাঁর ভাই তথা সাহিত্যিক অমর মিত্র নিশ্চিত করেছেন।

প্রবীণ অভিনেতার স্বাস্থ্যের অবনতির কথা আগেই জানানো হয়েছিল হাসপাতালের তরফে। নাট্যকার তথা অভিনেতার হৃদযন্ত্র ঠিক ভাবে কাজ না করা, রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকা, শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্যহীনতা দেখা দেওয়া নানা সমস্যায় ভুগছিলেন মনোজ মিত্র। তাঁর চিকিৎসার জন্যে হাসপাতালের তরফে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি দলও গঠন করা হয়েছিল। ওই মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণেই চিকিৎসা চলছিল অভিনেতার। তবে বহু চেষ্টা করেও শেষমেশ কিছু করা গেল না। ইন্ডাস্ট্রিকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শিল্পী।



@endif