West Bengal: জলজমা ঘরে মোবাইল চার্জ দিয়ে মৃত্যু বাবা-মা ও ছেলের
টানা বর্ষণে জলবন্দি গোটা এলাকা৷ একতলা বাড়িতে ঢুকেছে জল৷ এই পরিস্থিতিতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু (Electrocuted to Death) হল একই পরিবারের তিন সদস্যের৷
খড়দা, ২২ সেপ্টেম্বর: টানা বর্ষণে জলবন্দি গোটা এলাকা৷ একতলা বাড়িতে ঢুকেছে জল৷ এই পরিস্থিতিতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু (Electrocuted to Death) হল একই পরিবারের তিন সদস্যের৷ মৃতরা যথাক্রমে রাজা দাস(৩৮), পৌলোমী দাস ও শুভ দাস৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খড়দার (Khardah) রহড়ায়৷ রাজা দাসের পরিবার সেখানকার এক সরকারি আবাসনের একতলায় বসবাস করে৷ বৃষ্টির জেরে এলাকায় জল জমে যাওয়ায় বাড়িতেও জল ঢুকেছে৷ রাজা দাস বাড়িতে ফিরে হাঁটুজলে দাঁড়িয়েই মোবাইল চার্জ দিতে গিয়েছিলেন৷ তা থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি৷ স্বামীকে বাঁচাতে এসে একই অবস্থা হয় স্ত্রীর৷ বড় ছেলে শুভ বাবা-মাকে বাঁচাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ আরও পড়ুন-TMC leader Madan Mitra Raps: ‘ভারত নিজের মেয়েকেই চায়’, গান গাইছেন গ্লামারাস মদন মিত্র, দেখুন ভিডিও
শুধু ছোট ছেলেটি বেঁচে যায়, কারণ ঘটনার সময় সে বিছানায় শুয়েছিল৷ বাবা-মা-দাদাকে একের পর এক জলে পড়তে দেকে চিৎকার শুরু করে নাবালক৷ প্রতিবেশীরা সেই চিৎকারে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি আঁচ করে তিনজনকেই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ জলজমা ঘরে সুইচ বোর্ড থেকেই যে শটসার্কিটের ঘটনা ঘটেছে তা স্পষ্ট৷ একই পরিবারের তিনজেনর মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া৷