Chopra: রাস্তায় ফেলে যুগলকে পেটাচ্ছে 'তৃণমূলের গুন্ডা', রাজ্যে একের পর এক নির্যাতনের ঘটনায় শাসক দলের নিন্দায় সরব বাম ও বিজেপি শিবির

মার খেতে খেতে কাতর যন্ত্রণায় চিৎকার করে উঠছে মেয়েটি। খানিক বাদে দেখা গেল তরুণীর সঙ্গে রাস্তায় মারা হচ্ছে এক তরুণকেও। ছেলেটি এবং মেয়েটিকে গোল করে ঘিরে রেখেছে জনতা।

Chopra News (Photo Credits: X)

রাস্তায় ফেলে এক তরুণীকে পেটাচ্ছে এক ব্যক্তি। মার খেতে খেতে কাতর যন্ত্রণায় চিৎকার করে উঠছে মেয়েটি। খানিক বাদে দেখা গেল তরুণীর সঙ্গে রাস্তায় মারা হচ্ছে এক তরুণকেও। ছেলেটি এবং মেয়েটিকে গোল করে ঘিরে রেখেছে জনতা। মার থামানোর তেমন স্বদিচ্ছা কারুর মধ্যে চোখে পড়ল না। উলটে দেখা যাচ্ছে ভিড় থেকে দু একজন তরুণীকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে আরও মারতে উদ্যত করছেন। উত্তর চব্বিশ পরগণার চোপড়ার (Chopra) গোটা ঘটনাটির ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা) এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)।

ভিডিয়োয় মারমুখী যুবক তৃণমূলের পোষা গুন্ডা বলেই দাবি করছেন সেলিম। জানিয়েছেন, ওই ব্যক্তির নাম তাজমুল তিনি এলাকায় জেসিবি নামে পরিচিত। রাজ্যে একের পর এক নির্যাতনের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অপশাসনের চরম নিন্দায় মুখরিত হয়েছে বাম এবং বিজেপি দুই শিবির। সিপিএমের রাজ্য সম্পাদক এক্স হ্যান্ডেলে লেখেন, 'অপরাধের বিচার এবং শাস্তি দিচ্ছে তৃণমূলের পোষা গুন্ডা। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এইভাবেই বিচার ব্যবস্থাকে দুমড়েমুচড়ে দেওয়া হচ্ছে চোপড়ায়'।

দেখুন...

বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালবিয়া জানান, তাজমুল ওরফে জেসিবি চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ সহযোগী। এক্সে ভিডিয়োটি শেয়ার করে বিজেপি নেতা লেখেন, 'এটা হল পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের কুৎসিত চেহারা'। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহাজাহানের (বর্তমানে জেল বন্দি) নাম উল্লেখ করে অমিতের আরও সংযোজন, 'মুখমন্ত্রী কি এই দানবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নাকি তাঁকে রক্ষা করবেন? যেভাবে তিনি শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন'।

যদিও এই ভিডিয়ো প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কিছু জানানো হয়নি।