RG Kar Protest: নবান্নের বৈঠক ভেস্তে যেতেই ধর্নাস্থলে মমতা, আন্দোলনকারীদের মাঝে দাঁড়িয়ে বললেন, 'মুখ্যমন্ত্রী নয়, দিদি হিসাবে এসেছি'
বৃহস্পতিবার নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার দুদিনের মাথায় ধর্নামঞ্চস্থলে এলেন মমতা। জুনিয়র চিকিৎসকদের কাছে অনুরোধ করলেন তাঁরা যেন কাজে যোগ দেন।
শনিবার সল্টলেকে স্বাস্থ্যভবনে আন্দোলনরত চিকিৎসকদের ধর্নামঞ্চে আচমকাই হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিরাপত্তার নানা বিধি নিষেধ উপেক্ষা করে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে ছুটে এলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার দুদিনের মাথায় ধর্নামঞ্চস্থলে এলেন মমতা। জুনিয়র চিকিৎসকদের কাছে অনুরোধ করলেন তাঁরা যেন কাজে যোগ দেন। আন্দোলনকারীদের মাঝে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন, 'আমিও চাই নির্যাতিতা বিচার পাক। ৩ মাসের মধ্যে দোষীদের ফাঁকি চাই'।
কর্মবিরতির ডাক দেওয়া চিকিৎসকদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হবে না বলেও ধর্নাস্থল থেকে আশ্বাস দেন তিনি। বললেন, 'মুখ্যমন্ত্রী হিসাব আসিনি, আজ আপনাদের দিদি হিসাবে এখানে এসেছি। আন্দোলন থেকেই উঠে এসেছি আমি। আন্দোলনের ব্যথা আমি বুঝি'।
শুক্রবার রাতভর বৃষ্টি হয়েছে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ট্রিপল টাঙিয়ে আন্দোলন চালিয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। শনিবার সকাল থেকেও চলছে ঝেপে বৃষ্টি। প্রতিকূল আবহাওয়াকে তোয়াক্কা না করেই চিকিৎসককের আন্দোলনকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী। তবে উদ্বেগের স্বরে এও বললেন, 'ঝড়জল মাথায় নিয়ে আপনারা বসে আছেন তাতে আমার কষ্ট হচ্ছে।গত ৩৪ দিন ধরে আমিও রাতে ঘুমাতে পারিনি। আপনারা রাতে রাস্তায় থাকলে আমাকেও পাহারায় জেগে থাকতে হয়। আপনারা কাজে ফিরুন। আপনাদের দাবি সহানুভূতির সঙ্গে বিবাচনা করা হবে'।
ধর্নাস্থলে মমতা...
এদিন মমতা আরও বলেন, সব হাসপাতালের রোগী কল্যান সমিতি ভেঙে নতুন করে তৈরি করা হবে। তাতে সিনিয়র, জুনিয়র ডাক্তার, নার্স, পুলিশ থাকবে। আরজি করের রোগী কল্যান সমিতিও ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী।