Mamata Banerjee: রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ মমতা ব্যানার্জির

রাজ্যের প্রাক্তন বিধায়ক তথা অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার সুলতান সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভোরে শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন বিধায়ক।

ছবি ট্যুইটার

রাজ্যের প্রাক্তন বিধায়ক তথা অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার সুলতান সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভোরে শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন বিধায়ক। ২০১১ বিধানসভা নির্বাচনে বালি কেন্দ্র থেকে জেতেন সুলতান সিং। পরের বার অবশ্য তৃণমূল তাঁকে প্রার্থী না করলেও, হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের সদস্য করা হয়েছিল। কয়েক বছর আগে শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে সরিয়ে দাঁড়ান তিনি।