২১ জুলাইয়ের সভায় মমতা ব্যানার্জির নতুন স্লোগান ' গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফেরাও'

লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2019)-এর ব্যর্থতা ঝেড়ে ফেলে গা ঝেড়ে দিয়ে উঠতে চাইছে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। ২১ জুলাই, দলের শহীদ দিবসের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি শুরু করতে চলেছেন বিধানসভা ভোটের প্রস্তুতি।

মমতা ব্যানার্জি। ফাইল ছবি ( Photo credit-PTI)

কলকাতা, ৪ জুন: লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2019)-এর ব্যর্থতা ঝেড়ে ফেলে গা ঝেড়ে দিয়ে উঠতে চাইছে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। ২১ জুলাই, দলের শহীদ দিবসের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি শুরু করতে চলেছেন বিধানসভা ভোটের প্রস্তুতি। দিদির নতুন স্লোগান হতে চলেছে, 'গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফেরাও।'ইভিএম (EVM)-এ ভোটিং প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার অভাব থাকায় দলীয় বৈঠকের পর তৃণমূল সুপ্রিমো ব্যালট পেপারে ভোট করার আন্দোলন শুরু করতে চলেছেন।

দিদি বলছেন, EVM-নিয়ে অনেক অভিযোগ আছে। আমেরিকার মত দেশ EVM মেশিনে ভোটগ্রহণ বাতিল করেছে। তাই ভোট নেওয়া হোক ব্যালট পেপারে। যেমনটা আগে হত। আরও পড়ুন- মাত্র ক'দিনে নাটকীয় ভাবে বদলে গেল রাজ্য রাজনীতি, দিদিকে ব্যাকফুটে ঠেলে পদ্মের দাপাদাপি

EVM নিয়ে মমতার বক্তব্য, ''কয়েক লক্ষ মেশিন কেন খুঁজে পাওয়া যায়নি? সেগুলো কি বদল করা হয়েছিল? আমরা ইভিএমের এই ভোট মানুষের রায় বলে মনি না।''লোকসভা নির্বাচনে বিজেপির কাছে বড় ধাক্কা খাওয়ার পর, এবার নিজের সিংহাসন ধরে রাখার কঠিন চ্য়ালেঞ্জ মমতা ব্যানার্জির সামনে। রাজ্যে বিজেপি-র ১৮টা লোকসভা আসন, ১২৮টি বিধানসভায় লিড, উত্তরবঙ্গ-জঙ্গলমহলে একচেটিয়া রাজের পরেও তৃণমূল আশায় রাজ্যে ক্ষমতা ধরে রাখা যাবে। মমতার যুক্তি, একক শক্তিতে লড়াই করেও ১৬৪টি বিধানসভা আসনে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। দলের ভোট ৪ শতাংশ বেড়েছে। মমতার হিসেব হল, সাময়িকভাবে তৃণমূল থেকে সরে যাওয়া ভোট, ফের দলের দিকে নিয়ে আসা। মানুষের ক্ষোভের কথা শুনে উন্নয়নের কাজ করে বাংলায় জোড়া ফুলের রাজ অব্যাহত রাখা।

দলীয় নেতাদের ধমক দিয়েও বিজেপি-র জয় নিয়ে মমতার যুক্তি হল অর্থশক্তি, পেশীশক্তি, সাম্প্রদায়িক বিভাজন আর কাদা ছোঁড়াছুড়ি করেই সফল পেয়েছে বিজেপি। উন্নয়ন আর সব ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের মানুষকে কাছ টেনেই তৃণমূল ফের হারানো আসন ফিরে পাবে বলে মমতার বিশ্বাস। তবে এর জন্য দলীয় নেতাদের মানুষের কাছে ফিরে যাওয়ারও নির্দেশ দিয়েছেন মমতা। বিজেপি-র সাম্প্রদায়িক রাজনীতিকেও সামনে থাকা রুখতে নেতাদের নির্দেশ দিয়েছেন মমতা। দলছুট নেতাদের ব্যাপারে কর্মীদের সতর্ক থাকতে থাকার নির্দেশ দিয়েছে তৃণমূল।