Mamata Banerjee to JP Nadda: বিরোধিতা সত্ত্বেও জেপি নাড্ডার আরোগ্য কামনা করলেন মমতা ব্যানার্জি
রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে টুইট করে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। তাঁর সংস্পর্শে আসা সকলকে করোনা টেস্ট করার অনুরোধ জানান।
কলকাতা, ১৩ ডিসেম্বর: রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে টুইট করে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান জেপি নাড্ডা। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। তাঁর সংস্পর্শে আসা সকলকে করোনা টেস্ট করার অনুরোধ জানান।
খবর পাওয়ার বেশ কিছু সময় পর সৌজন্য বজায় রেখে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইটে লেখেন,"করোনায় (COVID-19) আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।" আরও পড়ুন, করোনায় আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা
রবিবার হিন্দিতে একটি টুইটে তিনি লেখেন,“করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় আমি পরীক্ষা করিয়েছিলাম। তাতে রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই আইসোলেশনে আছি। কোভিডের যাবতীয় নিয়ম মেনে চলছি। আমার আবেদন, গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে নমুনা পরীক্ষা করিয়ে নিন।“
গত ১০ ডিসেম্বর ডায়মন্ডহারবারে সভায় যাওয়ার পথে শিরাকোলে হামলার মুখে পড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়। কনভয় থাকা গাড়িগুলিকে লক্ষ্য করে পাথর, ইট ছোড়া হয়। ভাঙচুর করা হয় কৈলাস বিজয়বর্গীয়, অনুপম হাজরা সহ আরও অনেকের গাড়ি। অভিযোগ, বাইকে করে সভায় যাওয়ার পথে মারধরও করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে। এই ঘটনার পর পরই কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
এই ঘটনায় বিজেপি-তৃণমূল চাপানউতোর হয় তীব্র। জেপি নাড্ডাকে 'চাড্ডা-নাড্ডা-গাড্ডা.." বলে আক্রমণ করেনমমতা ব্যানার্জি।