WB Assembly Elections 2021: নন্দীগ্রামে আজ মমতার মনোনয়ন পেশ, নির্বাচনী কার্যালয় উদ্বোধনে থাকবেন শুভেন্দু

আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ কারণে মঙ্গলবার তিনি নন্দীগ্রামে পৌঁছে গেছেন। মন্দির মাজারে গিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি রাস্তার ধারের দোকানে চা-ও করেছেন। আজ বেলা একটা নাগাদ নন্দীগ্রামে রেয়াপাড়ায় শিবমন্দিরে পুজো দেবেন। তারপর হলদি নদী পেরিয়ে পৌঁছাবেন হলদিয়ায়। সেখানে তাঁর রোড শো রয়েছে মঞ্জুশ্রী মোড় থেকে এসডিও অফিস পর্যন্ত। এরপর বেলা দুটো নাগাদ হলদিয়া মহাশাসকের দপ্তরে তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা রাতেই ফিরবেন কলকাতায়। আগামী কাল বৃহস্পতিবার তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু ও মমতা বন্দ্যোপাধ্যায়(File Photo)

নন্দীগ্রাম, ১০ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ কারণে মঙ্গলবার তিনি নন্দীগ্রামে পৌঁছে গেছেন। মন্দির মাজারে গিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি রাস্তার ধারের দোকানে চা-ও করেছেন। আজ বেলা একটা নাগাদ নন্দীগ্রামে রেয়াপাড়ায় শিবমন্দিরে পুজো দেবেন। তারপর হলদি নদী পেরিয়ে পৌঁছাবেন হলদিয়ায়। সেখানে তাঁর রোড শো রয়েছে মঞ্জুশ্রী মোড় থেকে এসডিও অফিস পর্যন্ত। এরপর বেলা দুটো নাগাদ হলদিয়া মহাশাসকের দপ্তরে তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা রাতেই ফিরবেন কলকাতায়। আগামী কাল বৃহস্পতিবার তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে নন্দীগ্রামে উপস্থিত থাকবেন একদা সহযোদ্ধা বর্তমানে রাজনৈতিক প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীও।

শোনা যাচ্ছে আগামী ১২ মার্চ নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। ওই দিন তাঁর বড়সড় রোড শো করার পরিকল্পনাও রয়েছে। সেই রোড সো-তে তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী স্মৃতি ইরানি ও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গত ৭ মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ব্রিগেডের গ্রিনরুমে সেদিনে মোদির সঙ্গে তাঁর মিনিট ১৫ একান্তে বার্তালাপ হয়। সেখানেই প্রধানমন্ত্রী তাঁকে জানিয়েছিলেন য়ে  মার্চ থেকে বাংলায় বিজেপির নির্বাচনী প্রচার শুরু হবে। মিঠুনকে সেই প্রচারে থাকতে হবে। এদিকে ১২ মার্চেই নন্দীগ্রামে আসন্ন বিধানসভা ভোটের সবথেকে হাইভোল্টেজ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রতিপক্ষ হয়ে মনোনয়ন জমা করবেন বিজেপির দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। তাই সেদিনের রোড শোয়ে শুভেন্দুর হয়ে প্রচারে নামতে পারেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আরও পড়ুন-West Bengal Assembly Election 2021: বিধানসভা নির্বাচনের আগে অপসারিত রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র

উল্লেখ্য, নন্দীগ্রামের জমি আন্দোলনের মুখ হিসেবে শুভেন্দু অধিকারীকেই তুলে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সে পুরোনো কতা। হলদি নদী দিয়ে গড়িয়ে গেছে অনেকখানি জল। শুভেন্দু আর দিদির সহযোদ্ধা নন। বরং প্রতিপক্ষ, আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের তুরুপের তাস। আগে একই মঞ্চে নন্দীগ্রামের জনতার দরবারে দেখা গিয়েছে এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বকে। এবার দুজনই একই দিনে থাকবেন নন্দীগ্রামে। তবে নির্বাচনী কেন্দ্রের দুই প্রান্তে। আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হবে। আজ দুই রাজনৈতিক প্রতিপক্ষকে দেখবে নন্দীগ্রাম।