বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে ফেসবুকে প্রোফাইল পিকচার বদল মমতার
বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে খবর পেয়েই সেখানে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের শাসক হওয়ার দায়িত্ব পালন করতে ঘটনাস্থল ঘুরে দেখে তীব্র নিন্দা করেছিলেন তিনি।
৭মে,২০১৯: বিদ্যাসাগরের মূর্তি(Bidyasagar statu) ভাঙা হয়েছে খবর পেয়েই সেখানে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি(Mamata Banerjee)। রাজ্যের শাসক হওয়ার দায়িত্ব পালন করতে ঘটনাস্থল ঘুরে দেখে তীব্র নিন্দা করেছিলেন তিনি। বর্ণপরিচয়ের স্রস্টার এই দশা বিজেপি কর্মী সমর্থকরা করতে পারেন সেকথা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। ঘটনাস্থল থেকেই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং যথাযথ তদন্তের নির্দেশ দেন দিন।
প্রতিবাদে পরের দিনই নিজের ফেসবুকের প্রোফাইল পিকচার বদলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শুধু ফেসবুক (Facebook) নয় টুইটারের প্রোফাইলে বিদ্যাসাগরের ছবি দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের
ফেসবুক পেজেও বিদ্যাসাগরের ছবি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা হয়েছে।
শুধু সোশ্যাল মিডিয়াতেই প্রতিবাদের ঝড় তুলে শান্ত হননি নেত্রী। বুধবার বিকেলে ঘটনার প্রতিবাদে উত্তর কলকাতায় বিশাল মিছিল বের করেন মমতা ব্যানার্জি। বেলেঘাটা (Beleghata) থেকে শ্যামবাজার (Shyambazar) পর্যন্ত ধিক্কার মিছিলে
দলনেত্রীর সঙ্গে পা মিলিয়েছেন অসংখ্য কর্মী সমর্থক। মমতা যেন প্রমাণ করতে চেয়েছেন তাঁর মিছিলে হাঁটার জন্য বাইরে থেকে লোক আনতে হয় না।