IPL Auction 2025 Live

Mamata Banerjee: 'নন্দীগ্রামে ভোট নিয়ে কমিশনের কারচুপি', পুনর্গণনার দাবি মমতা বন্দোপাধ্যায়ের

আজ সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট গণনা নিয়ে কারচুপির অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি ‘মানুষের রায় মাথা পেতে নিলাম’, বলে জানান মমতা। শুভেন্দু অধিকারীর জয় নিয়ে তাঁর অভিযোগ, নন্দীগ্রামের ভোটের গণনায় অস্বচ্ছতা, কারচুপি হয়েছে। তাই পুনর্গণনার দাবি জানায় হয় তাঁর ও তৃণমূলের তরফে।

কলকাতা, ২ মে: আজ সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের (Election Commission of India)  বিরুদ্ধে ভোট গণনা নিয়ে কারচুপির অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। পাশাপাশি ‘মানুষের রায় মাথা পেতে নিলাম’, বলে জানান মমতা। শুভেন্দু অধিকারীর জয় নিয়ে তাঁর অভিযোগ, নন্দীগ্রামের ভোটের গণনায় অস্বচ্ছতা, কারচুপি হয়েছে। তাই পুনর্গণনার দাবি জানায় হয় তাঁর ও তৃণমূলের তরফে।

এদিকে প্রথম পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় ঘোষণার পর পর তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), নির্মলা সীতারমণরা। যদিও পরে পালটে যায় সেই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বলেন, যা হয়েছে ভালই হয়েছে। তাঁকে আর অত দূরে যেতে হবে না। পাশাপাশি কীভাবে তিনি পরাজিত হলেন, সে বিষয়ে জানতে আদালতের দ্বারস্থ হবেন তিনি। আরও পড়ুন, নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী, পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়

তাঁকে জয়ী ঘোষণা করার পরও জয়ের দাবি শুভেন্দু অধিকারীর। কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার ঘোষণা তৃণমূল সুপ্রিমোর। মমতা জানান, হলদিয়ার গণনাকেন্দ্রে যাচ্ছেন তাঁর নির্বাচনী এজেন্ট। ১২০০ ভোটে জয়ী ঘোষণা করার পর, ১৯৫৩ ভোটে জিতেছেন শুভেন্দু।