Waqf Bill: ওয়াকফ ইস্যুতে কংগ্রেস পাশে থাকুক তৃণমূল, ডেবরার বিধায়ককে মাঝপথেই থামালেন মুখ্যমন্ত্রী

ওয়াকফ বিল নিয়ে আলোচন হল বিধানভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন দল এর বিরোধীতা করছে।

ওয়াকফ বিল (Waqf Bill) নিয়ে আলোচন হল বিধানভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) স্পষ্ট জানিয়ে দেন দল এর বিরোধীতা করছে। বুলডোজার দিয়ে কারোর সম্পত্তি ভেঙে ফেলার বিরোধী তিনি। মমতা বলেন, ওয়াকফ বিল নিয়ে রাজ্যের সঙ্গে কোনওপ্রকারের আলোচনা করেনি কেন্দ্র সরকার। আমার মতে প্রতিটি রাজ্যের সরকারের সঙ্গে এই বিষয় আলোচনা করে এই বিল আনা উচিত ছিল। কারণ প্রতিটি রাজ্যেই ওয়াকফ সম্পতি রয়েছে। এই বিলের মাধ্যমে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষদের টার্গেট করা হচ্ছে। যা একেবারেই সাম্যের বিরোধী বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও এদিন এই নিয়ে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) এই নিয়ে বক্তব্য পেশ করতে চাইছিলেন। তাঁর যুক্তি, লোকসভায় ওয়াকফ বিলের বিরোধীতায় কংগ্রেস সহ বাকি দলগুলির পাশে থাকা উচিত তৃণমূল কংগ্রেসের। এই বক্তব্য বলতেই মুখ্যমন্ত্রী কিছুটা রুষ্ঠ হয়ে তাঁর দিকে তাকান। পরে তিনি বলেন, এটা রাজনৈতিক দলগুলির সিদ্ধান্তের ব্যাপার। আর এই বিষয় নিয়ে আমরা লিড করছি। তারপর এই ইস্যু নিয়ে কিছু বলতে দেখা যায় না হুমায়ুন কবীরকে।