Mamata Banerjee On Flood-Affected Ghatal: ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে দুষলেন মমতা
অসমাপ্ত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাোপাধ্যায় (Mamata Banerjee)৷ এদিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে ঘাটালের উদ্দেশে রওনা হন তিনি৷
ঘাটাল, ১০ আগস্ট: অসমাপ্ত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাোপাধ্যায় (Mamata Banerjee)৷ এদিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে ঘাটালের উদ্দেশে রওনা হন তিনি৷ বেলা বারোটা নাগাদ সেখানে পৌঁছে প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন৷ ত্রাণশিবির গুলিতে যান৷ বন্যা কবলিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী, সঙ্গে ছিলেন ঘাটালের সাংসদ দেব ও রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। সেখানকার অনকুল আশ্রমে গিয়ে পুরোহিতের সঙ্গে দেখা করেন ও আশ্রমের বাইরে জড়ো হওয়া বন্যদুর্গতদের হাতে ত্রাণ তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আরও পড়ুন-Independence Day of India: ৭৫-তম স্বাধীনতা দিবসের আগে ফিরে দেখা, ১৫ আগস্টের ঐতিহাসিক তাৎপর্য
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়েই ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatala Master Plan) নিয়ে কেন্দ্রের গড়িমসির বিরুদ্ধ সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, “বার বার বলা সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন দিচ্ছে না কেন্দ্র। ফের কেন্দ্রের কাছে ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি জানাব৷ এরকম চললে বন্যা হতেই থাকবে৷” ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “পরিকল্পিত ভাবে বন্যা করা হচ্ছে। ৫০০ কোটি টাকায় চেকড্যামগুলি তৈরি হয়েছে। কিন্তু পরিকল্পনা করে কাজ হচ্ছে না। প্রশাসনকে আরও বেশি কাজ করতে হবে। আরও অনেক ক্যাম্প তৈরি করতে হবে। ঘাটালের পরিস্থিতি খুব খারাপ৷ হেলিকপ্টার থেকে সব দেখলাম৷ ফিরে গিয়ে রিপোর্ট করব৷”