Gangasagar Mela 2025: পুণ্যার্থীদের পরিবহণ থেকে স্বাস্থ্য, গঙ্গাসাগর মেলা ঘিরে কী কী ব্যবস্থার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা?
রাজ্যের সবচেয়ে বড় মেলা, গঙ্গাসাগর মেলার আয়োজনে প্রশাসনিক প্রস্তুতি কেমন, কোন পর্যায়ে রয়েছে তা আলোচনার জন্যে আজ মঙ্গলবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Gangasagar Mela 2025: সামনেই পৌষ সংক্রান্তি। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী সাগরদ্বীপে আসবেন পুণ্যস্নানের জন্যে। রাজ্যের সবচেয়ে বড় মেলা, গঙ্গাসাগর মেলার আয়োজনে প্রশাসনিক প্রস্তুতি কেমন, কোন পর্যায়ে রয়েছে তা আলোচনার জন্যে আজ মঙ্গলবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গঙ্গাস্নানে আহত তীর্থযাত্রীদের সুরক্ষা এবং সুবিধা নিশ্চিত করতে এদিন বিভিন্ন নির্দেশিকা জারি করেছেন তৃণমূল নেত্রী।
তীর্থযাত্রীদের সুবিধার্থে বাড়তি পরিবহণ ব্যবস্থাঃ
গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে বাড়তি ট্রেনের আবেদন করেছেন মমতার। তীর্থযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষের কাছে মেলার কটা দিন বিশেষ ট্রেন চালানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ২২৫০টি সরকারি এবং ২৫০টি বেসরকারি বাসের ব্যবস্থা থাকবে। নদীপথে যাতায়াতের জন্যে বাড়ানো হয়েছে ভেসেলের সংখ্যাও।
পুণ্যার্থীদের নিরাপত্তায় বিশেষ নজরঃ
গঙ্গাস্নানে আসা পুণ্যার্থীদের নিরাপত্তায় বিশেষভাবে মনোনিবেশ করেছেন মুখ্যমন্ত্রী। সেই মত মেলার জন্য ১২,০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হবে বলে এদিন বৈঠকে জানান তিনি। থাকবে ৭৫টি দমকলের ইঞ্জিন। পুণ্যার্থীদের গঙ্গাস্নাননে আরও বাড়তি নজর দিতে মুখ্যমন্ত্রী এদিন জানান, নৌবাহিনী এবং ভারতীয় কোস্ট গার্ডকে গঙ্গাসাগর মেলার উপর নিবিড়ভাবে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হবে।
স্বাস্থ্য পরিষেবাঃ
গঙ্গাসাগরের মেলায় এসে তীর্থযাত্রীরা অসুস্থ হয়ে পড়লে কিংবা কোন 'মেডিক্যাল ইমার্জেন্সি' দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা পাওয়ার জন্যে পাঁচটি অস্থায়ী হাসপাতাল বানানো হবে। চচ্চিশ ঘণ্টা প্রস্তুত থাকবে ১০০টি অ্যাম্বুলেন্স। এছাড়াও বিশেষ প্রয়োজনের জন্যে ১টি হেলিকপ্টারের ব্যবস্থা রাখা হবে।
প্রশাসনের নজরদারিতে মেলাকে ঢেকে রাখতে বিভিন্ন প্রান্তে লাগানো চলছে সিসিটিভি ক্যামেরা। ১১৫০টি সিসি ক্যামেরা দিয়ে সর্বক্ষন নজর রাখা হবে মেলার উপর।