Mamata Banerjee on Sanatana Dharma Remarks: সনাতন ধর্ম নিয়ে উদয়ানিধি স্ট্যালিনের বিতর্কিত মন্তব্য নিয়ে বড় কথা বললেন মমতা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের (Tamil Nadu Chief Minister MK Stalin) ছেলে তথা রাজ্যের উদয়ানিধি স্টালিনের (Udhayanidhi Stalin) সাম্প্রতিকতম মন্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্ক।

Mamata Banerjee (Photo Credit: ANI)

কলকাতা, ৪ সেপ্টেম্বর: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের (Tamil Nadu Chief Minister MK Stalin) ছেলে তথা রাজ্যের উদয়ানিধি স্টালিনের (Udhayanidhi Stalin) সাম্প্রতিকতম মন্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্ক। সনাতন ধর্মকে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার সঙ্গে তুলনা টেনেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়ানিধি। INDIA-জোটের গুরুত্বপূর্ণ দল ডিএমকে--এর শীর্ষ নেতা স্ট্য়ালিন পুত্র উদয়ানিধি বলেন, 'কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করতে পারি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে নির্মূল করতে হবে'। স্ট্যালিনের এই মন্তব্যে অস্বস্তিতে INDIA জোটের দলগুলি। বিজেপি এতে ধর্মের রাজনীতি করার সুযোগ পেয়ে যাচ্ছে বলে ডিএমকে-র বিরুদ্ধে ক্ষুব্ধ ইন্ডিয়া জোটের বেশ কয়েকটি দল।

স্ট্যালিন পুত্রের সনাতন ধর্মকে নিয়ে করা বিতর্কিত মন্তব্য নিয়ে তৃণমূল সুপ্রিমো তথা ইন্ডিয়া জোটের বড় নাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন। মমতা বললেন, " প্রতিটি ধর্মের আলাদা আবেগ থাকে। ভারত হল বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ। সেটা হল আমাদের উতস (Origin)। আমাদের এমন কোনও ঘটনার মধ্যে ঢোকা উচিত হবে না যেটা মানুষের ভাবাবেগকে আঘাত করে।"

দেখুন কী বললেন মমতা

তামিলনাড়ুতে ডিএমকে সরকারের গুরুত্বপূর্ণ দল কংগ্রেসও স্ট্যালিন পুত্রের এই মন্তব্যের বিরোধিতা করেছে। তবে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জন খাড়গের ছেলে কর্ণাটকের হাত শিবিরের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে সনাতন ধর্ম মন্তব্যে সরাসরি শরিক দলের নেতা উদয়নিধির মন্তব্যের সমর্থন করেছেন। এদিকে, সনাতন ধর্মকে নিয়ে অবমাননকার মন্তব্যের জন্য উদয়ানিধি স্ট্যালিনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বেশ কিছু রাজ্যে। তাতেও ক্ষমা চাইতে নারাজ উদয়ানিধি। বরং নিজের মন্তব্যে অনড় থেকে এই বিষয়ে যে কোনও পরিস্থিতির মুখোমুখি হতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন উদয়ানিধি।



@endif