Sabyasachi Dutta: বিজেপিতে 'মত বিরোধ', দিদির ডাকেই 'ঘরে' ফিরলেন সব্যসাচী দত্ত

ব্যসাচী দত্তের তৃণমূল কংগ্রেসে ফেরা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয় সম্প্রতি৷ বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের দিনই সব্যসাচী দত্ত ফের জোড়াফুল শিবিরে ফিরতে পারেন বলে গুঞ্জন শোনা যায়৷

Sabyasachi Dutta (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ৭ অক্টোবর: বৃহস্পতিবার বিজেপি (BJP) ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)৷ বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন বিধাননগরের প্রাক্তন মেয়র৷

তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে সব্যসাচী দত্ত বলেন, দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) তাঁকে ঘরে (তৃণমূল কংগ্রেস) ফেরার ডাক দেন৷ অর্থাৎ বিজেপিতে যোগ দিয়েও শেষ পর্যন্ত তিনি দিদির (Mamata Banerjee) ডাকে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন বলে জানান সব্যসাচী দত্ত৷ পাশাপাশি বিজেপিতে যোগ দেওয়ার পর দলের কয়েকজনের সঙ্গে তাঁর মত পার্থক্য শুরু হয়৷ তার জেরে তিনি গেরুয়া শিবির ত্যাগ করেছেন বলেও জানান সব্যসাচী৷

আরও পড়ুন:  Mamata Banerjee: বিধায়ক পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সম্প্রতি সব্যসাচী দত্তের তৃণমূল কংগ্রেসে ফেরা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়৷ বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের দিনই সব্যসাচী দত্ত ফের জোড়াফুল শিবিরে ফিরতে পারেন বলে গুঞ্জন শোনা যায়৷ তবে বিষয়টি নিয়ে বিধাননগরের প্রাক্তন মেয়রকে প্রথমে কোনও মন্তব্য করতে শোনা যায়নি৷

বিধায়ক পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানের পরই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন সব্যসাচী দত্ত৷