IPL Auction 2025 Live

Mamata Banerjee: করোনার তৃতীয় ঢেউয়ের আগে শিশুদের চিকিৎসায় জোর রাজ্যের

করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ১২ বছর পর্যন্ত শিশুর মায়েদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি এএনআই

কলকাতা, ২৩ জুন: করোনা ভ্যাকসিন নিয়ে এবার ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার এক সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  আমরা ৩ কোটি ভ্যাকসিন চেয়েছিলাম কিন্তু পাইনি। করোনার ২ কোটি ভ্যাকসিন(Vaccine) দিয়েছে রাজ্য সরকার। ৩কোটি ভ্যাকসিন পেলে, ১ কোটি ভ্যাকসিন বেসরকারি ক্ষেত্রে দেওয়া হত ,সরকার নিত ২ কোটি।

এসবের পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে  ১২ বছর পর্যন্ত শিশুর মায়েদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হবে। করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave) আসার আগে শিশুদের চিকিৎসার পরিকাঠামো বাড়ানো হবে। শিশুদের চিকিৎসায় দেওয়া হবে আরও জোর। শিশুদের (Children) জন্য করা হবে ১৩০০ আইসিইউ বেড। জুলাইয়ের মধ্যে শিশুদের বেডের সংখ্যা বাড়ানোর চেষ্টা হচ্ছে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

এসবের পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, করোনার ঢেউ এখন অনেকটাই নিয়ন্ত্রণে।      প্রধানমন্ত্রী (PM Modi) কোভ্যাক্সিন নিতে বলেছিলেন, কিন্তু কোভ্যাক্সিন নিয়ে অনেক পড়ুয়া বিদেশ যেতে পারছে না।  ৮ দফায় ভোটের সময় সবচেয়ে বেশি সংক্রমণ রাজ্য়ে বলেও কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি বিজেপি সবচেয়ে বড় রোগ বলেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।