Mamata Banerjee: ''চব্বিশের দিকে তাকিয়ে এই ইলেকশনটা চ্যালেঞ্জের, বিজেপি দুর্যোধন, দুঃশাসনের চেয়েও খারাপ''

ভবানীপুর কেন্দ্রে প্রচার করতে গিয়ে বিজেপিকে দুর্যোধন, দুঃশাসনের চেয়েও খারাপ বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee (Photo Credit: Mamata Banerjee/Facebook)

কলকাতা, ৮ সেপ্টেম্বর: ভবানীপুর কেন্দ্রে ভোটের দিনক্ষণ ঘোষণার পর এবার প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর ( Bhowanipore) কেন্দ্রে প্রচার করতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে একের পর এক আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভবানীপুর কেন্দ্রে প্রচার করতে গিয়ে বিজেপিকে (BJP) দুর্যোধন, দুঃশাসনের চেয়েও খারাপ বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,  'আমায় নিয়ে চক্রান্ত করা হচ্ছে। প্রত্যেককে দলের কর্মী হয়ে প্রচার করতে হবে। মানুষের কাছে যেতে হবে। মহিলাদেরও বের হতে হবে। দিদি জিতে যাবে বলে বসে থাকলে চলবে না। এই ইলেকশনটা চ্যালেঞ্জের। আগামী ২৪-এর দিকে তাকিয়ে ভোটটা করাতে হবে।' কর্পোরেশনের ভোট, পুরসভার ভোট হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: Mamata Banerjee: এবারের দুর্গা পুজোয় রাতে 'প্যান্ডেল হপিং' হবে কি না, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত ভোটের পর

এদিকে ভোটের জন্য লক্ষ্মী  ভাণ্ডার হয়তো ভবানীপুর বা মুর্শিদাবাদে বন্ধ আছে। কিন্তু ভোট শেষ হলে আবার একানে লক্ষ্মীর ভাণ্ডার শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী (West Bengal CM)।