LOK SABHA ELECTIONS 2019: মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের গতবারের ফলাফল, প্রার্থী তালিকা একনজরে

প্রয়াত প্রাক্তন কংগ্রেস কেন্দ্রীয়মন্ত্রী গণি খানের গড় মালদহ উত্তর। আজ পর্যন্ত এই কেন্দ্রে কেউ দাঁত ফোটাতে পারেনি।

জলপাইগুড়ি লোকসভায় এবার চতু্র্মুখী লড়াই। (Photo Credit: LatestLY)

মালদাহ উত্তর:‌ প্রয়াত প্রাক্তন কংগ্রেস কেন্দ্রীয়মন্ত্রী গণি খানের গড় মালদহ উত্তর। আজ পর্যন্ত এই কেন্দ্রে কেউ দাঁত ফোটাতে পারেনি। তবে এবার সমীকরণটা অন্য হতে চলেছে।

বিধানসভা কেন্দ্র:‌ হাবিবপুর, গাজোল, চাঁচোল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মালদহ

২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল

এবার মালদহ উত্তর (Maldha North)কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। দলবদলের হিড়িকে কংগ্রেসের দখলে মালদহ উত্তর থাকবে কিনা তা এখন লাখটাকার প্রশ্ন। পর পর দুবার এই কেন্দ্রের জয়ী কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর যোগ(Mousam Nur) দিয়েছেন তৃণমূল কংগ্রেসে(TMC)। অন্যদিকে এই কেন্দ্রে তাঁর মূল প্রতিপক্ষ সিপিএমের খগেন মূর্মূ আবার যোগ দিয়েছেন বিজেপিতে।

মৌসম বেনজির নূর(‌কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৩৮৮,৬০৯

খগেন মুর্মু(‌সিপিএম)‌—প্রাপ্ত ভোট ৩২২,৯০৪(Khagen Murmu)

সৌমিত্র রায়(‌তৃণমূল কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ১৯৭,৩১৩

সুভাষকৃষ্ণ গোস্বামী(‌বিজেপি)‌—প্রাপ্ত ভোট ১৭৯,০০০

২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী

ইশা খান চৌধুরি(‌কংগ্রেস)

মৌসম বেনজির নূর(‌তৃণমূল কংগ্রেস)‌

খগেন মুর্মু(‌বিজেপি)‌(BJP)

বিশ্বনাথ ঘোষ(‌সিপিএম)‌

মন্তব্য:‌ দল বদলের সমীকরণে এবারের মালদহ উত্তর কেন্দ্রে নির্বাচন যে হাড্ডাহাড্ডি হবে তাতে কোনও সন্দেহ নেই।