Malda: আমবাগান থেকে উদ্ধার মহিলার অর্ধদগ্ধ দেহ, পাশে পড়ে সোনার দুল, চাঞ্চল্যকর ঘটনা মালদায়

শীতের মরসুমে স্থানীয় আমবাগানে পিকনিক করতে এসেছিলেন কয়েকজন। আর সেই মাঠ থেকে উদ্ধার হল এক মহিলার অর্ধদগ্ধ দেহ।

Representative Image (Photo Credit: File)

শীতের মরসুমে স্থানীয় আমবাগানে পিকনিক করতে এসেছিলেন কয়েকজন। আর সেই মাঠ থেকে উদ্ধার হল এক মহিলার অর্ধদগ্ধ দেহ। চাঞ্চল্যকর ঘটনা ঘটল মালদার (Malda) মালতীপুরের কালীবাড়ি এলাকায়। জানা যাচ্ছে, মহিলার দেহের পাশ থেকে উদ্ধার এক জোড়া সোনার কানের দুল ও চটি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে মহিলাকে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে খুন করা হয়েছে। যদিও কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

সূত্রের খবর, এদিন সকালে কয়েকজন আমবাগানে গিয়েছিলেন। তাঁরাই প্রথম দেহটি দেখতে পান। চাঞ্চল্যকর এই দৃশ্য দেখে পুলিশে খবর দেওয়া হয়। দেহের একাংশ পুুড়ে গেলেও পায়ের অংশটি ঠিকঠাক ছিল। যদিও মহিলার নাম পরিচয় জানা যায়নি। এবং সে ওই এলাকার বাসিন্দা নয়, সেটাও জানা গিয়েছে। মহিলার পোশাক ছেড়া ও রক্ত লেগে ছিল। আশেপাশে খড় পড়ে রয়েছে। ফলে বোঝা যাচ্ছে যে খড়ের মাধ্যে আগুন লাগানো হয়েছিল।

গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এইধরনের ঘটনা আগে কখনও এলাকায় ঘটেনি। পুলিশ ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে।