Madan Mitra Hositalised: শ্বাসকষ্টজনিত সমস্যা, এসএসকেএমে ভর্তি মদন মিত্র
আবার অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল প্রার্থী মদন মিত্র (Madan Mitra)। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কলকাতা, ২১ এপ্রিল: আবার অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল প্রার্থী মদন মিত্র (Madan Mitra)। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কামারহাটির তৃণমূল প্রার্থী। সারদাকাণ্ডে নাম জড়ানোর পর বেশ কিছুদিন রাজনীতির বাইরেই ছিলেন। সম্প্রতি সক্রিয় রাজনীতিতে ফেরেন তিনি। কামারহাটির তৃণমূল প্রার্থীও হয়েছিলেন। পঞ্চম দফার ভোটের দিনে নিজের কেন্দ্র ঘুরে ভোটগ্রহণ পর্ব দেখার সময় প্রথম অসুস্থ হয়ে পড়েন। রথতলার দলীয় কার্যালয়ে ফিরয়ে এনে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। এবার ষষ্ঠদফা ভোটের আগে ফের অসু্স্থতা বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল। আরও পড়ুন-COVID-19 Infected Mausam Benzir Noor: ফের করোনায় আক্রান্ত মৌসম বেনজির নূর
উল্লেখ্য, করোনাকালে ভোট চলছে। তায় সারদাকাণ্ড তাঁর পিছু ছাড়েনি। নির্বাচনের মধ্যেও সিজিও কমপ্লেক্সে তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হতে হয়েছে মদন মিত্রকে। সম্প্রতি আইকোর মামলায় মদনবাবুর ছেলে স্বরূপ মিত্রকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।