LPG Price Hike Protests: দলীয় কর্মীদের মনোবল বাড়াতে অভিষেকের নেতৃত্বে পথে নামল তৃণমূল কংগ্রেস
লোকসভা ভোটের পর দলীয কর্মীদের চাঙ্গা করতে মঙ্গলবার পথে নামল তৃণমূল কংগ্রেস।
কলকাতা,৪ জুন, ২০১৯: লোকসভা ভোটের পর দলীয কর্মীদের চাঙ্গা করতে মঙ্গলবার পথে নামল তৃণমূল কংগ্রেস(Trinamool Congress) । নেতৃত্বে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee) । এদিন রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল করে তৃণমূল। মিছিল শেষে হাজরায় সভা করেন অভিষেক। এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। দলের কর্মীদের মনোবল ফেরাতে এদিন কড়া অভিষেক বলেন ক্ষমতা থাকলে আমায় জেলে নিয়ে যাক। যে সব পার্টি অফিস বিজেপি দখল করেছে তার সব ক'টি পুনর্দখল করবে তৃণমূল।
এর পরই কেন্দ্রের উদ্দেশে হুঙ্কার দিয়ে অভিষেক বলেন,, '২০০৪ সালে তৃণমূলের ১ জন সাংসদ ছিল। সেখান থেকে এখানে পৌঁছেছে দল। ইভিএম-এ কারচুপি আমরা ধরে ফেলেছি। আমরা ব্যালট ফেরত চাই।' জনসংযোগ বাড়াতে এদিন কর্মীদের ফের ময়দানে নামার ডাক দেন অভিষেক। সেজন্য ৬ জুন ওয়ার্ড ভিত্তিক মিছিল করার নির্দেশ দিয়েছেন তিনি।