West Bengal: বিজেপিতে ভাঙন অব্যাহত, উত্তর দিনাজপুরে পদ্ম ছেড়ে জোড়াফুলে যোগদানের হিড়িক

রাজ্য বিজেপিতে ভাঙন অব্যাহত। এবার উত্তর দিনাজপুরে একঝাঁক নেতা-কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। গতকাল, পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিজেপির একাধিক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য।

TMC Flag (Photo Credit: Twitter/AITC)

রায়গঞ্জ,  ২ জানুয়ারি: রাজ্য বিজেপি (BJP) তে ভাঙন অব্যাহত। এবার উত্তর দিনাজপুরে (North Dinajpur) একঝাঁক নেতা-কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিলেন। গতকাল, পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিজেপির একাধিক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পালও। সবচেয়ে বড় চমক হল, ক মাস আগে হওয়া বিধানসভা ভোটে বিজেপি প্রার্থীও তৃণমূলে যোগ দিলেন।

তৃণমূলে যোগ দিয়ে বিজেপি নেতা-কর্মীরা বলেন, বিজেপিতে কাজ করার পরিবেশ নেই। মানুষের জন্য কাজ করতেই তারা রাজনীতি করছেন। আর তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতেই তারা তৃণমূলে যোগ দিলেন। জেলার এত নেতা-কর্মীদের দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপি-র বক্তব্য হল, ক্ষমতার লোভে যারা তৃণমূলে গিয়েছেন, তারা আসলে কখনই তাদের দলের সদস্য ছিলেন না। আরও পড়ুন: 

রাজ্যে ১০ দিনে ৬ গুণ বাড়ল করোনা সংক্রমণ

বিধানসভা ভোটের আগে দেখা গিয়েছিল উত্তর দিনাজপুরে বহু তৃণমূল কর্মী-নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবি হতেই পাল্টা স্ত্রোতে এবার বিজেপি থেকে নেতা-কর্মীরা বিজেপিতে আসছেন।