ভোট মিটতেই ফের অশান্ত ভাটপাড়া,১৪৪ ধারা জারি করল নির্বাচন কমিশন
ভোট শেষ হতেই ফের অশান্তি ভাটপাড়ায়(Bhatpara)। সোমবার সকাল থেকে শুরু হল ট্রেন অবরোধ।
২০ মে, ২০১৯: ভোট শেষ হতেই ফের অশান্তি ভাটপাড়ায়(Bhatpara)। সোমবার সকাল থেকে শুরু হল ট্রেন অবরোধ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অশান্তির অভিযোগ তুলে কাঁকিনাড়া (Kankinara)রেলস্টেশন অবরোধ করেন বিজেপি কর্মী–সমর্থকরা। যার জেরে শিয়ালদহ–শান্তিপুর মেন লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। সকাল ৭টা থেকে অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। রবিবার রাত থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভাটপাড়া বিধানসভার (Bhatpara Assembly ByElection)বিভিন্ন এলাকায়। বিভিন্ন এলাকায় চলে ব্যাপক বোমাবাজি, ভাঙচুর করা হয় দোকানপাটও।
তৃণমূলের অভিযোগ ভোটে হেরে যাবে বুঝতে পেরেই এভাবে হাওয়া গরম করছে অর্জুন সিং (Arjun Singh) গোষ্ঠি। এই কেন্দ্রে এবার বিধানসভায় প্রার্থী হয়েছেন মদন মিত্র (Madan Mitra)। রবিবার উপনির্বাচনে অর্জুন বনাম মদন মিত্র গোষ্ঠির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল কাঁকিনাড়া। ভোটচলাকালীনই দফায় দফায় চলেছে বোমাবাজি। কাঁকিনাড়া স্টেশনে অবরোধের কারণে শিয়ালদাগামী ট্রেন বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। খবর পেয়ে রেল পুলিস এবং জগদ্দল থানার পুলিস এসে অবরোধকারীদের হটিয়ে দেয়। অন্যদিকে ব্যারাকপুর–কল্যাণী এক্সপ্রেসওয়ের পানপুর মোড়েও পথ অবরোধ করে বিজেপি। জগদ্দল থানা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।