Dum Dum Lok Sabha Election Results 2024 Live: দমদম কেন্দ্রে ভোটের হাওয়া কোনদিকে? জেনে নিন বিস্তারিত

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন সমীক ভট্টাচার্য। মোট ৪,৫৯,০৬০ ভোট পেয়েছিলেন তিনি। ৫,১২,০৬২ ভোট পেয়ে জয়ী হন সৌগত রায়। ৪২.৫১ শতাংশ ভোট পেয়ে আসন দখল করেন তিনি।

কলকাতাঃ এই মুহূর্তে রাজ্য রাজনীতির যা হাল তাতে এক্স ফ্যাক্টর হতে পারে দমদম লোকসভা কেন্দ্র (Dumdum Lok Sabha Constituency)। ২০১৯ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন সৌগত রায় (Sougata Roy)। বলাবাহুল্য ২০০৯ সাল থেকেই আসন ধরে রেখেছেন তিনি। ২০২৪ লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে লড়ছেন তিনি। অন্যদিকে এলইএফটির হয়ে দাঁড়িয়েছেন সুজন চক্রবর্তী। আর বিজেপির হয়ে লড়ছেন শীলভদ্র দত্ত। ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন সমীক ভট্টাচার্য। মোট ৪,৫৯,০৬০ ভোট পেয়েছিলেন তিনি। ৫,১২,০৬২ ভোট পেয়ে জয়ী হন সৌগত রায়। ৪২.৫১ শতাংশ ভোট পেয়ে আসন দখল করেন তিনি। হ্যাটট্রিক তিনি আগেই করেছেন। এ বারও জয়রথ ধরে রাখার জন্য লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন তিনি।দমদম লোকসভা কেন্দ্র মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। দমদম, দমদম উত্তর, পানিহাটি, খড়দহ, বরাহনগর, কামারহাটি, রাজারহাট গোপালপুর। এই সাতটি বিধানসভার প্রত্যেকটিই এখন শাসকদলের অধীনে।

১৯৭৭ সালে দমদম লোকসভা কেন্দ্র তৈরি হয়। শুরুতে এই কেন্দ্রের দায়িত্ব ছিল ভারতীয় জনতা পার্টির হাতে। ১৯৭৭ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন অশোককৃষ্ণ দত্ত। এরপর ক্ষমতায় আসে সিপিএম। তারপর ১৯৯৮ পর্যন্ত এই কেন্দ্রে রাজত্ব করে কংগ্রেস। এ বার এই কেন্দ্রের হাওয়া ঠিক পুরপুরি আঁচ করা যাচ্ছে না। কারণ এই কেন্দ্রের বেশকিছু পুরসভার নাম জড়িয়েছে পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে। ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে রয়েছে এই পুরসভাগুলি। যার প্রভাব কিছুটা হলেও ভোট বাক্সে পড়বে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দমদমে বিজেপির মাটিও বেশ শক্ত বলা চলে। তাই লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বোঝাই যাচ্ছে। ৭তম দফা, অর্থাৎ শেষ দফায় (১লা জুন) ভোটগ্রহণ রয়েছে এই কেন্দ্রে। ফলাফল ৪ ঠা জুন।