LOK SABHA ELECTIONS 2019: শেষবেলায় ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

শেষ বেলায় ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ভোট দিতে যাচ্ছেন মমতা ব্যানার্জি (Photo Credit- ANI)

১৯ মে, ২০১৯:  শেষ বেলায় ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) । বিকেল সাড়ে চারটে নাগাদ মিত্র ইন্সটিটিউশনের ২০৯ নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করেন। সকালে সেখানেই ভোট দিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল(TMC) প্রার্থী অভিষেক ব্যানার্জি।

মিত্র ইনস্টিটিউশন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে পায়ে হাঁটা দূরত্ব। আজ সারাদিন অন্য কোনও কর্মসূচি রাখেননি তৃণমূল নেত্রী। ভোট দিতে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। ভোট দিয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি (BJP) ও বাহিনী (Central Force) বেনজির অত্যাচার করেছে। আগে কখনও এমনটা দেখিনি। ভোট চলছে বলে আর কোনও কিছুই বলতে চাননি তিনি।