LOK SABHA ELECTIONS 2019: ভোট পরবর্তী রণকৌশল ঠিক করতে আজ ফের বৈঠকে মমতা-চন্দ্রবাবু নাইডু

সমীক্ষা যাই বলুক, ভোট পরবর্তী সমীকরণ ঠিক করতে জোর তৎপরতা চলছে বিরোধী দলগুলির মধ্যে।

চন্দ্রবাবু নাইডুর সঙ্গে মমতার বৈঠক। (Photo Credit- ANI)

২০ মে, ২০১৯:‌ সমীক্ষা (Exit poll)যাই বলুক, ভোট পরবর্তী সমীকরণ ঠিক করতে জোর তৎপরতা চলছে বিরোধী দলগুলির মধ্যে। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ কলকাতায় আসছেন টিডিপি (TDP) সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু (Chandrababu naidu)। এসেই কালীঘাটে তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা ব্যানার্জির বাড়িতে যাবেন তিনি। সেখানে দুই দলীয় প্রধানের একান্ত সাক্ষাৎকার রয়েছে। মহাজোটের ভোট পরবর্তী কর্মসূচি ঠিক করতেই এই আলোচনা বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। প্রতিটি সম্ভাবনাই খতিয়ে দেখা হতে পারে বৈঠকে। রবিবারই সীতারাম ইয়েচুরি(Sitaram yeachuri), সোনিয়া এবং রাহুল গান্ধীর সঙ্গেও একান্ত আলোচনা করেছিলেন নাইডু। মহাজোট নিয়ে মমতার মতোই বরাবর তৎপরতা দেখিয়ে এসেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এবং চন্দ্রবাবু নাইডু। আগামী ২২ তারিখ সোনিয়া গান্ধী(Sonia Gandhi) ও ইউপিএ(UPA)–র নেতাদের বৈঠকে তলব করেছেন। এবং ভোটের ফলের দিনও সকালে অন্যান্য আঞ্চলিক দলগুলির  সঙ্গে বৈঠকে বসবেন বলে আগেই জানানো হয়েছে কংগ্রেসের তরফে।