Locket Chatterjee: বঙ্গ বিজেপির ইতি ঘটতে চলেছে? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের
লোকসভায় ভরাডুবির রেশ এখনও কাটাতে পারেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই কারণ মাঝেমধ্যেই তাঁদের কথায় শোনা যায় আক্ষেপের সুর। প্রতিটি নির্বাচনে কোন খামতি থাকার কারণে তৃণমূলকে কাটায় কাটায় টক্কর দিতে ব্যর্থ হচ্ছে গেরুয়া শিবির।
লোকসভায় ভরাডুবির রেশ এখনও কাটাতে পারেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই কারণ মাঝেমধ্যেই তাঁদের কথায় শোনা যায় আক্ষেপের সুর। প্রতিটি নির্বাচনে কোন খামতি থাকার কারণে তৃণমূলকে কাটায় কাটায় টক্কর দিতে ব্যর্থ হচ্ছে গেরুয়া শিবির। লোকসভা নির্বাচনে আসন সংখ্যা বৃদ্ধি তো দূর অস্ত, উল্টে কেন কমে গেল? উপ নির্বাচনে কেন দাগ কাটতে পারল না তাঁরা? এই সব বিষয় নিয়ে পর্যালোচনা করতেই বুধবার সায়েন্স সিটিতে দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। এদিনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর। আর এইসবের মাঝেই সমালোচকদের মনের প্রশ্ন হল তাহলে কি বঙ্গ বিজেপির ইতি আসন্ন।
এই সমস্ত বিষয় নিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee)। তিনি বললেন, "প্রতিযোগীতায় হার জিত আছে। হ্যা ঁ আমরা হেরেছি। আমরা অতীতে অনেক হার দেখেছি। আমাদের আসল লক্ষ্য জয়লাভ। এবারের নির্বাচনে ৬টি আসনে হেরেছি ঠিকই, কিন্তু সেই সঙ্গে আমাদের ভোট শতাংশ অনেকটাই বেড়েছে। এই বিষয় অস্বীকার করার জায়গা নেই। গতবারের থেকে ৬ লক্ষ ভোট আমরা বেশি পেয়েছি। ভোট শতাংশও আগের মতো আছে। এটা তো ভালো খবর"।
লকেট আরও বলেন, "আমরা দেশের বৃহত্তম দল। ফলে আমাদের ইতি ঘটবে না। নির্বাচনের ফলপ্রকাশের দুই মাস পর দলীয় বৈঠর হল। সবাই যোগ দিয়েছিলেন। এই নির্বাচনের ভুল ত্রুটি নিয়ে পর্যালোচনা হয়েছে। লোকসভা নির্বাচন পেরিয়ে গিয়েছে। এখন আমাদের প্রধান লক্ষ্য ২৬-এর বিধানসভা নির্বাচন। সেই নিয়ে আমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছি"।