IPL Auction 2025 Live

Lockdown: পাহাড়ে বাড়ল লকডাউনের মেয়াদ, আওতায় কার্শিয়ং, মিরিকও

পাহাড়ে আরও ৭ দিন বাড়ল লকডাউনের মেয়াদ। কাল থেকে ৮ তারিখ পর্যন্ত দার্জিলিং, কালিম্পঙে থাকছে লকডাউন। এছাড়া, লকডাউনের আওতায় কার্শিয়ং, মিরিকও। আজ এ কথা জানিয়ে দেওয়া হল জিটিএ-র তরফ থেকে। পাহাড়ে আজই লকডাউন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পাহাড়ে নতুন করে করোনা সংক্রমণের কারণে বাড়ল লকডাউনের মেয়াদ।

(Photo Credits: PTI/ Representational Image)

দার্জিলিং, ১ অগস্ট: পাহাড়ে আরও ৭ দিন বাড়ল লকডাউনের মেয়াদ। কাল থেকে ৮ তারিখ পর্যন্ত দার্জিলিং, কালিম্পঙে থাকছে লকডাউন (Lockdown)। এছাড়া, লকডাউনের আওতায় কার্শিয়ং, মিরিকও। আজ এ কথা জানিয়ে দেওয়া হল জিটিএ-র (GTA) তরফ থেকে। পাহাড়ে আজই লকডাউন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পাহাড়ে নতুন করে করোনা সংক্রমণের কারণে বাড়ল লকডাউনের মেয়াদ।

এদিকে রাজ্যে একদিনে করোনাভাইরাসে (Coronavirus) রেকর্ড সংক্রমণ দেখা যায় শুক্রবার। শুক্রবারের শেষ বুলেটিন অনুযায়ী, একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৪৯৬।রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত ৪৫। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৭০ হাজার ১৮৮। এখনও পর্যন্ত করোনায় ১ হাজার ৫৮১ জনের মৃত্যু। এই মুহূর্তে করোনায় চিকিৎসাধীন ২০ হাজার ২৩৩। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৬৮.৯২ শতাংশ।

আরও পড়ুন, বিশাখাপটনমে হিন্দুস্থান শিপইয়ার্ডে ক্রেন ভেঙে পড়ে মৃত্যু ১১ জনের

একদিনে সংক্রমণের নিরিখে কলকাতার কাছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৬৭০ও মৃত ২১। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ৬৪৪ ও মৃত ১৩। যদিও প্রশাসনিক আধিকারিকদের একাংশের মতে, রাজ্যে টেস্টের সংখ্যা বাড়ছে। ফলে সংক্রমণের সংখ্যা বাড়ছে। এতে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু নেই। সংক্ৰমণ রুখতে ইতিমধ্যে আগামী অগস্ট মাসের অধিকাংশ সপ্তাহে দু'দিন করে রাজ্যজুড়ে কড়া লকডাউন।