Lions Akbar & Sita Controvercy: উত্তরবঙ্গ বন্য প্রাণী পার্কে সিংহের নাম সীতা-আকবর', বিতর্কে সাসপেন্ড ত্রিপুরার অফিসার

রাজ্যের তরফে সওয়াল করা অ্য়াডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী আদালতে জানান, এই দুই জন্তুকে ত্রিপুরা থেকে আনা হয়েছে। সেখানেই এই নাম রাখা হয়েছিল। তবে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ সেই নাম বদল করবে।

Officer Suspend against Lion Name Controversy Photo Credit: Twitter@AJEnglish

গত সপ্তাহে, বিশ্ব হিন্দু পরিষদ (VHP) হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করে দাবি করেছিল যে শিলিগুড়ির উত্তরবঙ্গ বন্য প্রাণী পার্কে  সীতার নামে সিংহী এবং মুঘল সম্রাট আকবরের নামানুসারে সিংহের নামকরণ "অযৌক্তিক"এবং "নিন্দার সমতুল্য"।এবার সেই ঘটনায়  সাসপেন্ড হলেন ত্রিপুরার আইএফএস অফিসার।

প্রসঙ্গত বেঙ্গল সাফারিতে গত ১২ ফেব্রুয়ারি পশু 'এক্সচেঞ্জ প্রোগ্রাম'-এর আওতায় এই সিংহগুলি এসেছিল ত্রিপুরার সিপাহিজলা চিড়িয়াখানা থেকে। সেই সময় 'ডেসপ্যাচ রেজিস্টারে' এই সিংহগুলির নাম আকবর এবং সীতা বলে উল্লেখ করেছিলেন প্রবীণ লাল আগরওয়াল। এই আবহে ত্রিপুরার মুখ্য বন সংরক্ষণ আধিকারিক প্রবীণ লাল আগরওয়ালকে সাসপেন্ড করল সেখানকার বিজেপি সরকার। সাসপেন্ড হওয়া প্রবীণ লাল ১৯৯৪ ব্যাচের আইএফএস অফিসার।

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণ করেছিলেন, সিংহীর নাম সীতা আর সিংহের নাম আকবর রাখার যুক্তি তাঁর কাছে বোধগম্য হচ্ছে না। পরে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়, ওই সিংহ এবং সিংহীর নাম পরিবর্তনের উদ্যোগ নিচ্ছেন তারা।

রাজ্যের তরফে সওয়াল করা অ্য়াডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী আদালতে জানান, এই দুই জন্তুকে ত্রিপুরা থেকে আনা হয়েছে। সেখানেই এই নাম রাখা হয়েছিল। তবে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ সেই নাম বদল করবে। তিনি আদালতে জানান, পশ্চিমবঙ্গ এই বিতর্ক চায় না। ত্রিপুরা এই নাম রেখেছিল। আমরা ভাবছি এটার অন্য নাম রাখব। এই সবের মাঝেই এবার ত্রিপুরা সরকার এই নামকরণের বিতর্কের জেরে আইএফএস অফিসারকে সাসপেন্ড করল।